দেশ বিভাগে ফিরে যান

আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়াল কেন্দ্র

January 19, 2022 | < 1 min read

আন্তর্জাতিক বিমান চলাচলের (International Passenger Flights) ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়াল কেন্দ্র। বুধবার অসামরিক বিমান মন্ত্রকের তরফে (Directorate General of Civil Aviation) একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, আগামি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা বজায় থাকবে। যদিও এই বিধিনিষেধের প্রভাব এয়ার বাবল-এর মাধ্যমে চলাচলকারী বিমান কিংবা পণ্যবাহী বিমানের উপর পড়বে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #covid 19, #International Flights

আরো দেখুন