রাজ্য বিভাগে ফিরে যান

পুরভোট ৪-৬ সপ্তাহ পিছিয়ে না দেওয়ার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট অবমাননার নোটিশ রাজ্য নির্বাচন কমিশনকে

January 19, 2022 | < 1 min read

২২ জানুয়ারি বিধাননগর , চন্দননগর, শিলিগুড়ি এবং আসানসোল এই চার পুরসভার ভোট হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতিতে হাজারো তরজার পরই চার পুরসভার ভোট পিছিয়ে দেওয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারি ভোট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ভোট গণনা ১৫ ফেব্রুয়ারি। নির্বাচনের ৭২ ঘণ্টায় আগে প্রচার বন্ধ করার নির্দেশ দেয় কোর্ট। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভোট পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সমাজকর্মী বিমল ভট্টাচার্য। এবার তিনিই হাইকোর্ট অবমাননার নোটিশ পাঠালেন রাজ্য নির্বাচন কমিশনকে।

জনস্বার্থ মামলাকারী বিমল ভট্টাচার্য নোটিশে জানতে চেয়েছেন, কোন যুক্তিতে ৩ সপ্তাহ ভোট পিছনো। কমিশনের যুক্তির ভিত্তি কী।


জনস্বার্থ মামলাকারী বিমল ভট্টাচার্য? হাইকোর্ট পরামর্শ ছিল নূন্যতম ৪ থেকে ৬ সপ্তাহ ভোট পিছনোর। হাইকোর্টেের নির্দেশের পরেও কেন তাকে মান্যতা দেয়নি কমিশন ? এই প্রশ্নগুলি তুলে হাইকোর্ট অবমাননার নোটিশ পাঠানো হল রাজ্য নির্বাচন কমিশনকে।

৭ দিনের মধ্যে কমিশন নোটিশের জবাব না দিলে কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার হুঁশিয়ারি। মঙ্গলবার নোটিশ পাঠানো হয়েছে কমিশন কে।

TwitterFacebookWhatsAppEmailShare

#State Election Commission, #Municipal elections, #calcutta high court

আরো দেখুন