রাজ্য বিভাগে ফিরে যান

সারের দাম বাড়ানো চলবে না, সাফ জানালেন রাজ্য কৃষি মন্ত্রী

January 20, 2022 | 2 min read

সারের দাম বাড়ানো চলবে না। সার প্রস্তুতকারক সংস্থাগুলিকে পরিষ্কার জানিয়ে দিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বুধবার নবান্নে সার প্রস্তুতকারক সংস্থাগুলির প্রতিনিধি, মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, কৃষি সচিব ওঙ্কার সিং মিনা সহ পদস্থ কর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন কৃষিমন্ত্রী। সেখানে তিনি বলেন, কিছু কিছু জায়গা থেকে খবর আসছে, সারের যা স্বাভাবিক মূল্য, তার চেয়েও বেশি দাম নেওয়া হচ্ছে। আবার কিছু কিছু সার কৃষকদের কার্যত নিতে বাধ্য করা হচ্ছে। এটা কিছুতেই করা যাবে না। যা দাম ছিল, সেই দামে বিক্রি করতে হবে। জোর করে কোনও সার কৃষককে ‘পুশ’ করা যাবে না। ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনকে বলা হয়েছে, তারা যেন সমস্ত প্রস্তুতকারক সংস্থাকে এই বার্তা পৌঁছে দেয়। তাদের মাধ্যমে সংশ্লিষ্ট ডিলার ও বিক্রেতারা যেন এই বার্তা পেয়ে যান, সেই কথাও বলা হয়েছে।

ওই বৈঠকের পর শোভনদেববাবু সাংবাদিকদের জানান, সারের দাম বাড়ানো হচ্ছে বলে খবর আসছিল। তাই আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি, দাম কোনওভাবেই বাড়ানো যাবে না। এছাড়া বিভিন্ন জায়গা থেকে চালের দাম বাড়ানোর খবরও আসছে। তাও কোনওভাবে মেনে নেওয়া হবে না। অকালবৃষ্টিতে গোবিন্দভোগ চাল উৎপাদনে কিছুটা ক্ষতি হয়েছে। কিন্তু পশ্চিমাঞ্চলে ভালো পরিমাণ চাল উৎপাদিত হয়েছে। তাই চালের দাম বাড়ার কোনও যৌক্তিকতা নেই। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নোনাস্বর্ণ ধান বিক্রি বাড়াতে উদ্যোগী হল কৃষিদপ্তর। সুফল বাংলা স্টলের মাধ্যমে বিভিন্ন মেলায় এবং বিশ্ববাংলা স্টলে তা বিক্রি করা হচ্ছে। গঙ্গাসাগর মেলা ও সরস মেলায় তা খুব ভালো বিক্রি হয়েছে বলে কৃষিমন্ত্রী জানান। যশ ঘূর্ণিঝড়ে যে সমস্ত কৃষিজমি নোনা জল ঢুকে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে এই নোনা স্বর্ণ ধান চাষ করার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এর জন্য বীজতলা তৈরি করা হয়েছিল বিশেষভাবে। চুঁচুড়ার ধান্য গবেষণা কেন্দ্রে সিএসআর ৪৩, ৪৪, দুধের সর সহ চার-পাঁচ রকমের চাল উৎপাদিত হয়। দুধের সর চালের চাহিদা সবচেয়ে বেশি। সেটি বাজারে ৫০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। বাকি প্রজাতির চালগুলি ৪০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। তিনি আরও বলেন, দুধের সর চাল আমি নিজেও খেয়েছি। এটি খুবই ভালো। তবে শীতকালে বৃষ্টি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ক’দিন আগে বৃষ্টিতে চাষের ক্ষতি হয়েছে। ফের ২২ থেকে ২৪ জানুয়ারি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর আশঙ্কা প্রকাশ করেছে। এই সময় বৃষ্টি হলে চাষের খুব ক্ষতি হয়। তাই কৃষকদের সতর্ক করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sovandeb Chattopadhyay, #Fertilizers, #West Bengal

আরো দেখুন