করোনা অতিমারি পরিস্থিতিতেও বাংলায় থেমে নেই কর্মসংস্থান,মাধ্যমিক পাশেই সরকারি চাকরির হাতছানি

ইতিমধ্যেই আশা কর্মী পদে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ শুরু হয়েছে রাজ্যে।

January 20, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

এই করোনা অতিমারি পরিস্থিতিতেও বাংলায় থেমে নেই কর্মসংস্থান। ইতিমধ্যেই আশা কর্মী পদে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ শুরু হয়েছে রাজ্যে। আর এবার একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসঅ্যাবিলিটিস (দিব্যঞ্জন)। কলকাতাতেই হবে এই নিয়োগ। নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতাতেই আবেদন করা যাবে এই চাকরির জন্য।

জানা গিয়েছে, স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার
লোয়ার ডিভিশন ক্লার্ক, ইলেকট্রিশিয়ন কাম জেনারেটর অপারেটর, লেকচারার কাম রেসিডেন্ট মেডিক্যাল অফিসার এবং প্যাথোলজি টেকনিশিয়ান পদে নিয়োগ হবে। চাকরি প্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে চাকরির আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। প্রার্থীকে নূন্যতম মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ হতে হবে আবেদনের জন্য৷ অভিজ্ঞ বা ফ্রেসার সকলেই আবেদন করতে পারবেন পদগুলিতে। মাসিক বেতন ১০০০০ টাকা থেকে ৪০০০০ টাকা অবধি। ফর্ম ফিলাপের জন্য আবেদন ফি হিসেবে জমা দিতে হবে ৩০০ টাকা। এসসি, এসটি এবং বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের কোনো আবেদন ফি লাগবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen