মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে বড়সড় জয় পেল শাসক শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট
ফের মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে বড়সড় জয় পেল শাসক শিব সেনা-এনসিপি-কংগ্রেস জোট। বিজেপি একক বৃহত্তম দল হলেও মোট আসনের নিরিখে শাসক জোটের ধারেকাছে যেতে পারল না।
মহারাষ্ট্রের মোট ১০৬টি নগর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২৫টি নগর পঞ্চায়েত দখল করেছে শাসক দলের শরিক এনসিপি। বিজেপি দখল করতে চলেছে ২৪টি নগর পঞ্চায়েত। কংগ্রেসের দখলে যেতে পারে ১৮টি নগর পঞ্চায়েত। ১৪টি নগর পঞ্চায়েত দখল করতে চলেছে শিব সেনা। অর্থাৎ শিব সেনা ,কংগ্রেস এবং এনসিপি মিলিয়ে যেখানে ৫৭টি নগর পঞ্চায়েত নিশ্চিতভাবে দখল করছে, সেখানে প্রধান বিরোধী বিজেপির খাতায় যাচ্ছে মোটে ২৪টি নগর পঞ্চায়েত। কিছু নগর পঞ্চায়েত ত্রিশঙ্কু অবস্থায় আছে। সেগুলির বেশিরভাগই নির্দলদের সমর্থনে দখল করতে চলেছে শাসক শিবির।
নগর পঞ্চায়েত দখলের নিরিখে শাসক শিবিরের থেকে অনেকটা পিছিয়ে পড়লেও আসন জয়ের নিরিখে বিজেপি একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপির দখলে গিয়েছে মোট ৩৮৪টি আসন। এনসিপি জিতেছে ৩৪৪ আসন। কংগ্রেস জিতেছে ৩১৬ আসন। শিব সেনার দখলে গিয়েছে ২৮৪টি আসন। ২০৬ আসন গিয়েছে নির্দলদের দখলে। অর্থাৎ শাসক মহা বিকাশ আগাড়ির শরিকদের মোট আসনের তুলনায় বিজেপির আসন সংখ্যা অনেকটাই কম।