বাংলাসাহিত্য জগতে অপূরণীয় ক্ষতি, চলে গেলেন কবি প্রভাত চৌধুরী
বুধবার কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ কবি প্রভাত চৌধুরী। বাংলায় পোস্টমডার্ন কবিতাচর্চার তিনিই পথিকৃৎ। কবির বয়স হয়েছিল ৭৭ বছর। রেখে গিয়েছেন স্ত্রী যূথিকা চৌধুরী এবং পুত্র, পুত্রবধূ ও পৌত্রীকে। বর্ণময় কবিদের বর্ণাঢ্য আন্দোলনের কাল ছিল গত শতকের ষাটের দশক। প্রভাত চৌধুরীর উত্থান তারই ভিতর থেকে। তবু তিনি নিজেকে সমান প্রাসঙ্গিক রাখতে পেরেছিলেন টানা পাঁচদশকের বেশি। সৃষ্টিশীল ছিলেন শেষদিন পর্যন্ত। তাঁর হাতে গড়া কবিতার কাগজ ‘কবিতাপাক্ষিক’ টানা ২৯ বছর প্রকাশের এক রেকর্ড স্থাপন করেছে। কবি গড়ার নিঃস্বার্থ কারিগর হিসেবে বাংলাসাহিত্য তাঁকে মনে রাখবে। তাঁর কাগজে লিখেছেন দুই বাংলার এবং বহির্বঙ্গের বেশিরভাগ বাঙালি কবি। ব্যক্তি থেকে প্রতিষ্ঠান হয়ে ওঠার এই দৃষ্টান্ত নিঃসন্দেহে উজ্জ্বল। প্রভাত চৌধুরীর লেখা বইপত্রের তালিকা সুদীর্ঘ। লিখেছেন কাব্য, কাব্যনাটক, উপন্যাস, ভ্রমণকাহিনি ও গদ্যগ্রন্থ।