যোগী রাজ্যে প্রচারে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে দলীয় বিধায়ক, চাপে বিজেপি
রণে ভঙ্গ! প্রচারে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। নিজের নির্বাচনী কেন্দ্রেই খেলেন এলাকাবাসীর তাড়া। পত্রপাট গাড়িতে উঠে পালাতে হল তাঁকে। যোগী রাজ্যের এই ভিডিও এখন ভাইরাল। উত্তরপ্রদেশ ভোটের আগে ফের মুখ পুড়ল গেরুয়া শিবিরের।
বুধবার নিজের নির্বাচনী কেন্দ্র খাটৌলির একটি গ্রামে সভা করতে গিয়েছিলেন বিজেপি বিধায়ক বিক্রম সিং সাইনি। যদিও মানুষের ক্ষোভের আঁচ পেতে তাঁর সময় লাগল না। বিধায়ক পা রাখতেই তেলেবেগুনে জ্বলে উঠলেন গ্রামবাসীরা। সূত্রের খবর, বিজেপির উপর কৃষকদের চরম অসন্তোষের কারণেই তাড়া খেয়ে পালাতে হল বিধায়ককে। তাঁকে গ্রামছাড়া করেন তাঁর নিজের সাইনি সম্প্রদায়ের মানুষই। ঘটনাচক্রে, খাটৌলির ঠিক পাশের কেন্দ্র নাকুরের বিধায়ক ধরম সিং সাইনি ক’দিন আগেই বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। খাটৌলির ঘটনা ভোটের আগে বিজেপির বিড়ম্বনা আরও বাড়াল। ভিডিওতে দেখা যাচ্ছে, একদল গ্রামবাসী স্লোগান দিতে দিতে বিজেপির এই বিধায়ককে তাড়া করছেন। মানুষের ক্ষোভের মুখে পড়ে প্রথমে গলা চড়ানোর চেষ্টা করেন বিক্রম সিং সাইনি। কিন্তু, পরিস্থিতি যে সুবিধার নয় তা বুঝে হাতজোড় করে গাড়িতে উঠে পড়েন। এরপর এলাকা ছেড়ে দ্রুত গতিতে বেরিয়ে যায় বিধায়কের গাড়ি। উল্লেখ্য, এর আগে মুজফ্ফরনগর দাঙ্গায় নাম জড়িয়েছিল সাইনির।