মমতা- মডেল অনুসরণ করে বাজেটে এবার সকলের জন্য খাদ্য প্রকল্প ঘোষণা করুক কেন্দ্র, দাবি রেশন দোকানদার সংগঠনের
January 22, 2022 | < 1min read
মমতা-মডেল অনুসরণ করে বাংলার মতো এবার গণবণ্টন ব্যবস্থায় সারা দেশে ‘সকলের জন্য খাদ্য’ প্রকল্প ঘোষণা হোক বাজেটে। বরাদ্দ হোক অতিরিক্ত অর্থ। শুক্রবার এই দাবি করল রেশন দোকানদারদের সর্বভারতীয় সংগঠন। মন্ত্রী ব্যস্ত থাকায় খাদ্যমন্ত্রকের সচিব সুধাংশু পান্ডে এবং মন্ত্রকের উপদেষ্টা মমতা শঙ্করের সঙ্গে দেখা করে তাঁরা জমা দেন দাবিপত্র।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল সরকার রেশন দোকানের মাধ্যমে সকলকেই সস্তায় চাল-গম দেয়। রাজ্য সরকার যদি তা পারে, তাহলে কেন্দ্র কেন পারবে না? কোভিড পরিস্থিতিতে ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’য় আগামী মার্চ পর্যন্ত এনএফএসএ’র অধীনে থাকা ব্যক্তিদের বিনা পয়সায় ৫ কেজি অতিরিক্ত চাল, গম দেওয়া হবে। তাই মার্চের পরেও এই প্রকল্প জিইয়ে রাখার দাবি করেছে রেশন দোকানদারদের সংগঠন।