কলকাতা বিভাগে ফিরে যান

বাড়ছে সাইবার অপরাধ, কড়া মোকাবিলায় ফের বৈঠক করবে পুলিশ

January 22, 2022 | < 1 min read

বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি বিভিন্ন সময় সাইবার অপরাধের শিকার হচ্ছে। সস্তায় কোনও পণ্য কেনার টোপ দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে দিচ্ছে সাইবার অপরাধীরা। আবার অনেক সময় কোনও মল বা প্রতিষ্ঠানের কর্মীকে হাত করে বিভিন্ন তথ্য চুরি করছে। এ বিষয়ে মল ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে সচেতন করতে ভার্চুয়াল বৈঠক করতে চলেছে পুলিস। তাঁদের সচেতনতা বাড়ানোই পুলিসের লক্ষ্য। পাশাপাশি সাইবার অপরাধ ঠেকাতে ইন্টারনাল সিস্টেমকে যাতে প্রতিষ্ঠানগুলি আরও মজবুত করে, সেই অনুরোধও জানানো হবে। সাইবার অপরাধীরা গোটা রাজ্যেই সক্রিয়। প্রতিদিনই কারও না কারও তথ্য হাতিয়ে ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিচ্ছে তারা। বিভিন্ন সময় বিভিন্ন কৌশলও ব্যবহার করছে। সাইবার অপরাধীদের নিত্যনতুন কৌশল ভোঁতা করতে আরও বেশি প্রযুক্তি নির্ভর হচ্ছে তারা। সেইসঙ্গে লেনদেনের মাধ্যমকে ‘ফুল প্রুফ’ করতে একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছেন কর্তারা। সাইবার অপরাধীরা আম জনতাকে যেমন টার্গেট করছে, তেমনই বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানেও হানাদারি চালাচ্ছে। বর্তমানে বেশিরভাগ লেনদেনই হয় অনলাইনে। এখানে ঢুকে পড়ছে হ্যাকারদের দল। সাফ করে দিচ্ছে টাকা। আবার কখনও বিপুল ছাড়ের টোপ দিয়ে পণ্য কেনার লিঙ্ক পাঠাচ্ছে তারা। তাতে ক্লিক করা মাত্রই ব্যাঙ্কের অ্যাকাউন্টের দখল নিচ্ছে সাইবার অপরাধীরা। এর সঙ্গে বিভিন্ন শপিং মলে পেমেন্ট করার জন্য যে ডিভাইস রয়েছে, তাদের বেশিরভাগেরই ভার্চুয়াল ‘কি বোর্ড’ নেই। লেনদেনের জায়গাও অতটা সুরক্ষিত নয়। এখান থেকেও গ্রাহকদের নথি বাইরে চলে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। সেকারণে পেমেন্ট গেটওয়ে আধুনিক করা সহ সুরক্ষার উপর জোর দিতেই এই ধরনের ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করেছে পুলিস।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #police, #CYBER CRIME

আরো দেখুন