← আন্তর্জাতিক বিভাগে ফিরে যান
করোনায় আক্রান্ত সস্ত্রীক দাউদ ইব্রাহিম
এবার করোনাভাইরাসে আক্রান্ত সস্ত্রীক দাউদ ইব্রাহিম। পাকিস্তানের সরকারি সূত্রে এই খবর জানা গিয়েছে। দাউদের ব্যক্তিগত কর্মচারী ও নিরাপত্তারক্ষীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ থাকে করাচিতে।
ভারতের ঘোষিত সবথেকে বড় জঙ্গি দাউদ ইব্রাহিম কাসকরের জন্ম মুম্বইয়ের ডোংরিতে। ১৯৯৩ সালে মুম্বইয়ের বোমা বিস্ফোরণের মামলায় দাউদ প্রধান অভিযুক্ত। তার বিরুদ্ধে ইন্টারপোলের একাধিক নোটিশ রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রথম দশ শীর্ষ সন্ত্রাসি তাসিকায় রয়েছে তার নাম। তার মাথার দাম আড়াই কোটি ডলার। জানা গিয়েছে, দাউদ এখন করাচির মিলিটারি হাসপাতালে চিকিৎসাধীন। তার স্ত্রী মেহজাবিনও করোনায় সংক্রমিত।