কোভিড-১৯ হয়ে উঠবে আর পাঁচটা রোগের মতো, দাবি ল্যানসেটের
সুড়ঙ্গপথের শেষটা সম্ভবত আর দূরে নেই। আলোর দিশা খুব কাছেই। ল্যানসেট জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র থেকে অন্তত সেই ইঙ্গিত মিলছে। সেখানে দাবি করা হল, কোভিড-১৯ সংক্রমণ আমাদের সঙ্গেই থাকবে। কিন্তু, সম্ভবত খুব শীঘ্রই বিশ্বব্যাপী মহামারীর অবসান হতে চলেছে।
প্রকাশিত স্টাডিতে বলা হয়েছে, ওমিক্রনের চলতি ঢেউয়ের পরও কোভিড-১৯ সংক্রমণ ফিরে ফিরে আসবে। কিন্তু, বিশ্বব্যাপী মহামারী আর ফিরবে না। কোভিড-১৯ হয়ে উঠবে আর পাঁচটা রোগের মতো। আমাদের সমাজ ও স্বাস্থ্য ব্যবস্থাকে চলতে হবে তাকে নিয়েই। সার্স-কোভ-২ সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারগুলির কড়াকড়ি ব্যবস্থা নেওয়ার দিন শেষ হতে চলেছে। ভবিষ্যতে মানব-স্বাস্থ্যে এই ভাইরাসের ক্ষতিকর প্রভাব অনেক কমে যাবে। কারণ, ইতিমধ্যেই জনগোষ্ঠীর বড় অংশ এই ভাইরাসের সান্নিধ্যে চলে এসেছে। শুধু তাই নয়, নতুন নতুন ভ্যারিয়েন্টের মোকাবিলায় সক্ষম ভ্যাকসিন, অ্যান্টিভাইরালের উদ্ভাবন কাজটা অনেক সহজ করে দিয়েছে। পাশাপাশি, উচ্চ মানের মাস্ক, দূরত্ব বিধি মানার নিয়ম সহ চলতি অভিজ্ঞতাগুলি তুলনায় বেশি ঝুঁকির মুখে থাকা মানুষের প্রাণরক্ষায় সহায়তা করবে। ল্যানসেটে প্রকাশিত এই স্টাডিতেই দাবি করা হয়েছে, ওমিক্রনের মোকাবিলায় ভ্যাকসিনের তৃতীয় ডোজ অ্যান্টিবডির মাত্রা অনেক বাড়িয়ে দিতে সক্ষম। এই গবেষণার নেপথ্যে রয়েছেন ব্রিটেনের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ রিসার্চ এবং ফ্রান্সিস ক্রিট ইনস্টিটিউটের বিজ্ঞানীরা।