আইএসএলে ওড়িশার বিরুদ্ধে গোলশূন্য ড্র করল মোহনবাগান
হাফ ডজনেরও বেশি গোলের সুযোগ নষ্ট। ফল স্বরূপ রবিবার আইএসএলে ওড়িশা এফসি’র বিরুদ্ধে গোলশূন্য ড্রয়েই সন্তুষ্ট থাকতে হল এটিকে মোহন বাগানকে, যা শনিবার ডার্বির আগে অস্বস্তিতে রাখবে কোচ ফেরান্দোকে। টানা দু’টি ম্যাচে এক পয়েন্ট ঝুলিতে নিয়ে মাঠ ছাড়লেন প্রীতমরা। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে এটিকে মোহন বাগান এখন সপ্তম স্থানে। ওড়িশা একধাপ উপরে। তাদের সংগ্রহ ১২ ম্যাচে ১৭ পয়েন্ট।
১৭ দিন পর আইএসএলে খেলতে নেমে মোহন বাগান কোচ হুয়ান ফেরান্দো ছিলেন কিছুটা সতর্ক। জোড়া ডিফেন্সিভ স্ক্রিন নিয়ে দল গড়েন তিনি। কার্ড সমস্যায় হুগো বোমাসের না থাকায় সবুজ-মেরুন মাঝমাঠে দুর্বলতা ফুটে ওঠে। কোচ ফেরান্দো খেলাননি মিডফিল্ডার জনি কাউকোকেও। শুরুর দিকে তাদের আক্রমণে তেমন ঝাঁঝ না থাকায় ওপেন ফুটবল খেলার সাহস পাচ্ছিল ওড়িশা। যদিও ভুল শুধরে নিতে দেরি হয়নি কৌশলী ফেরান্দোর। ছক বদলে প্রান্তিক আক্রমণে প্রতিপক্ষকে নাজেহাল করে দেয় সবুজ-মেরুন ব্রিগেড। ১৫ মিনিটে মনবীরের মাইনাসে ডেভিড উইলিয়ামস পাঁ ছোঁয়াতে পারলে গোল ছিল। ২৫ মিনিটে লিস্টনের শট ক্রসপিসের উপর দিয়ে বাইরে যায়। দু’মিনিট পরেই ডেভিডের থ্রু থেকে রয় কৃষ্ণা লক্ষ্যভেদে ব্যর্থ হন। ২৯ মিনিটে ডেভিডের পাস ফাঁকায় পেয়েও তিনকাঠির মধ্যে বল ঠেলতে পারেননি লিস্টন। ৩৫ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ কৃষ্ণা। বিরতির আগে লিস্টনের কার্লিং ফ্রিকিক দুরন্ত দক্ষতায় ফিস্ট করেন ওড়িশা গোলরক্ষক আর্শদীপ সিং।
বিরতির পরও আক্রমণে তীব্রতা অব্যাহত ছিল মোহন বাগানের। ৫১ মিনিটে আশুতোষের সেন্টার থেকে ডেভিডের ফ্লাইং হেড আর্শদীপ ব্লক করেন। এরপরেই অফ ফর্মে থাকা রয় কৃষ্ণাকে তুলে নিয়ে প্রবীর দাসকে নামান কোচ ফেরান্দো। এই সময় বল দখলে রেখে খেলার গতি কমিয়ে দেয় ওড়িশা। কৃষ্ণা উঠে যাওয়ায় ওড়িশা রক্ষণে চাপ অনেকটাই হাল্কা যায়। তারই মধ্যে ৮৯ মিনিটে সহজ সুযোগ নষ্ট প্রবীর দাসের। ডেভিডের পাস থেকে একা গোলরক্ষককে পেয়েও বাইরে মারেন তিনি। উল্লেখ্য, প্রয়াত সুভাষ ভৌমিককে শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে এদিন মাঠে নেমেছিলেন সবুজ-মেরুন ফুটবলাররা।
এটিকে মোহন বাগান: অমরিন্দর সিং, আশুতোষ মেহতা, প্রীতম কোটাল, তিরি, শুভাশিস বসু, দীপক টাংরি (লেনি), কার্ল ম্যাকহ্যাগ, মনবীর সিং, ডেভিড উইলিয়ামস, লিস্টন কোলাসো, রয় কৃষ্ণা (প্রবীর দাস)।