টক টু মেয়র – এ নালিশের জের, শুরু হল বিটি রোডের নিকাশি নালা সাফাইয়ের কাজ
প্রথমবার মেয়র হয়েই পুর পরিষেবার ওপর কলকাতাবাসীর আস্থা বাড়াতে ‘টক টু মেয়র’ চালু করেছিলেন ফিরহাদ হাকিম। যা যথেষ্ট সাফল্য পেয়েছে। দ্বিতীয় দফায় কলকাতার মেয়র হয়েও এই কর্মসূচী জারি রেখেছেন তিনি। গত শনিবার কলকাতা পুরসভার এই অনুষ্ঠানেই বেহাল নিকাশি নিয়ে মেয়রকে নালিশ করেছিলেন বিটি রোডের দিব্যেন্দু দত্ত। দু’দিনের মাথায় আজ, সোমবার সেই নালা সাফাইয়ের কাজ শুরু করল কলকাতা পুরসভা।
অভিযোগ মিলতেই ফিরহাদ বিষয়টিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন পুর আধিকারিকদের। এদিন সকালে ওই নালা পরিদর্শনে আসেন পুর আধিকারিক ও তৃণমূল কাউন্সিলর ডঃ কাকলি সেন। নালার পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা। নালা সংস্কারের প্রাথমিক কাজও শুরু হয়েছে এদিন থেকে।
পুরসভা সূত্রে খবর, নালার ভিতরের আবর্জনা পরিষ্কার করার পর পলি তোলা হবে। তারপর নালাটি ঢেকে দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রসঙ্গত, দিব্যেন্দু দত্ত মেয়রকে ফোনে জানিয়েছিলেন, বিটি রোডের ৫২–এ আবাসনের সামনে থেকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিকাশি নালা অবরুদ্ধ হয়ে থাকায় তাঁদের বাড়ি থেকে জল বেরোতে পারছে না। ওই জলের কারণে এলাকায় মশা ও পোকার উপদ্রবও বেড়েছে।