অনলাইন পাসওয়ার্ড নাকি টুথব্রাশ! মজার ছলে সচেতনতা বার্তা কলকাতা পুলিশের
অনলাইনে প্রতারণা! এই শব্দের সঙ্গে মানুষ এখন ভালভাবে পরিচিত। অনেকেই এই প্রতারণার জালে পা দিয়েছেন। খুইয়েছেন রাশি রাশি টাকা, অথবা মূল্যবান তথ্যও চলে যাচ্ছে প্রতারকদের হাতে। সেই নিয়েই প্রায় প্রতিদিনই কলকাতা পুলিশের দপ্তরে অভিযোগ দায়ের হচ্ছে। সেই নিয়ে ক্রমাগতই সতর্ক করছে কলকাতা পুলিশ।
শুধু তাই নয় সোশ্যাল মিডিয়া রীতিমতো প্রায় প্রতিদিনই নানাভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করছে লালবাজার। বিভিন্নভাবে এই সচেতনতা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তারা। লক্ষ্য একটাই, অনলাইন প্রতারণার ছকে পা না দেওয়ার আহ্বান, এমন মেসেজ বা ফোন এলে অবিলম্বে অভিযোগ জানাতে কিংবা নিজের পাসওয়ার্ড কীভাবে সুরক্ষিত রাখা যায় তার পন্থা বাতলানো।
বৃহস্পতিবার ফের একবার সেই সচেতনতা বার্তাই দেওয়ার চেষ্টা করল কলকাতা পুলিশ। কিছুটা মজার ছলে মানুষের কাছে সচেতনতার বার্তা দেওয়ার উদ্দেশ্য। এদিন কলকাতা পুলিশের তরফে একটি মজার ছবি শেয়ার করা হয়েছে, যেখানে পাসওয়ার্ডকে টুথব্রাশের সঙ্গে তুলনা করা হয়েছে!
এক ঝলকে বিষয়টি মজার হলেও এর মধ্যেই এক গভীর সচেতনতা বার্তা আছে। কিন্তু পাসওয়ার্ডকে কেন টুথব্রাশের সঙ্গে তুলনা করা হল? কারণ হিসেবে সেটাও বলা হয়েছে ছবিতে। ‘টুথব্রাশ যেমন কারোর সঙ্গে শেয়ার করতে নেই, যেমন ভালো ব্যাবহার করতে হয় আর পুরনো ব্যবহার করা হয় না তেমনই পাসওয়ার্ডের ক্ষেত্রে সেই বিষয়গুলি মনে রাখার কথা বলা হল।
এর আগেও একাধিক উপায়ে মানুষকে সচেতনতা বাড়ানোর চেষ্টা করেছে পুলিশ। সেই উদ্দেশেরই নয়া সংযোজন। এর আগে অনলাইন প্রতারণা কী ও মুক্তির উপায়ও বাতলে দিয়েছিলেন কলকাতা পুলিশ। পাশাপাশি, অনলাইন পেমেন্টের ক্ষেত্রে কী সতর্কতা মাথায় রাখতে হবে তাও বুঝিয়ে দেওয়া হয়েছিল।
এই পন্থা নতুন নয়, মুম্বই পুলিশ বহুদিন ধরেই এমন সচেতনতা বার্তা পোস্ট করছে। তারা একাধিক মজার ছবি ও ভিডিওর আশ্রয় নিয়ে মানুষকে সচেতন করে। এই পন্থা অবলম্বনের উদ্দেশ একটাই, এইসব ক্ষেত্রে মানুষ বেশিভাবে আকর্ষিত হয়। প্রধান উদ্দেশই মানুষকে এই বিষয়ে বেশি করে আকর্ষণ করানো আর তারা কী কী ভাবে প্রতারিত হতে পারেন তা মনে করিয়ে দেওয়া। মুম্বই পুলিশের মতই কলকাতা পুলিশও সেই পথেই হাঁটা শুরু করেছে।পাসওয়ার্ডকে টুথব্রাশের সাথে তুলনা – জনগণকে সতর্ক করতে মজার উদ্যোগ কলকাতা পুলিশের