রাজ্য বিভাগে ফিরে যান

কামারহাটিতে উজ্জ্বলা গ্যাস প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে

January 28, 2022 | 2 min read

ছবি: প্রতীকী

গত নির্বাচনী প্রচারে শাসকদল তৃণমূল কংগ্রেসকে ‘কাটমানির সরকার’ বলে কটাক্ষ করেছিলেন বিজেপি নেতারা। কিন্তু, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে বাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার নামে এবার কামারহাটিতে গরিব মানুষদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল এক বিজেপি নেত্রীর বিরুদ্ধে। অভিযোগ, বিনামূল্যের প্রকল্পে তিনি একাধিক মানুষের কাছ থেকে ৭০০ টাকা করে নিয়েছেন। বিষয়টি জানাজানি হতেই বৃহস্পতিবার এলাকায় ব্যাপক শোরগোল ছড়ায়। গ্রাহকরা বিজেপি নেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। আসন্ন পুরসভা নির্বাচনের আগে এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসতেই গেরুয়া শিবিরে অস্বস্তি তৈরি হয়েছে।

অভিযোগ, কেন্দ্রীয় সরকারের ওই প্রকল্পে গরিবদের সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে গ্যাস দেওয়ার কথা। কিন্তু, বিজেপির এক নেত্রী দলের এক মহিলা কর্মীর মাধ্যমে বাড়ি বাড়ি ৭০০ টাকা করে তুলেছেন। কানেকশন নিতে গেলে ৭০০ টাকা করে দিত হবে বলে কার্যত ‘ফতোয়া জারি’ করেছিলেন ওই নেত্রী। সেই মতো এক মহিলা বিজেপি কর্মী প্রায় ১০ জন গ্রাহকের কাছ থেকে ওই ‘কাটমানি’ তুলে বিজেপি নেত্রীর হাতে দিয়েছেন। বৃহস্পতিবার ঘটনার কথা সামনে আসতেই এলাকায় শোরগোল ছড়িয়ে পড়ে। যে মহিলা কর্মী গ্রাহকদের কাছ থেকে সরাসরি টাকা নিয়েছেন, তিনি এদিন সংবাদ মাধ্যমের সামনে বলেন, ওই নেত্রীর নির্দেশেই ৭০০ টাকা করে আমি নিয়েছিলাম। ওই টাকা তাঁর কাছে জমাও করে দিয়েছি। অন্যদিকে, ওই বিজেপি নেত্রী সংবাদ মাধ্যমের সামনে বলেন, ওই কর্মী আমার কাছে ৭০০ টাকা করে জমা করেছে এটা ঠিক। ওই কর্মী খুবই গরিব। ওর স্বামীই বলেছিল ৭০০ টাকা করে নেব। তখন আমি বলেছিলাম, ঠিক আছে তোর হয়ে সবাইকে বলব। কিন্তু, ঘটনাটা এইরকম জায়গায় যাবে জানলে ওর হয়ে বলতাম না।

চণ্ডীচরণ রায় সংবাদ মাধ্যমকে বলেন, ঘটনাটি সঠিক জানি না। উজ্জ্বলা যোজনা প্রকল্পটি গরিব মানুষের জন্য প্রধানমন্ত্রী দিচ্ছেন। যদি এই ধরনের কাজ কেউ করে থাকে, তাহলে দল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kamarhati, #PM Ujjwala Yojana, #bjp, #Cut money

আরো দেখুন