দেশ বিভাগে ফিরে যান

কাল ভোট-মুখী বাজেটে ব্যক্তিগত আয়করে ছাড় দিতে পারে কেন্দ্র, আজ শুরু অধিবেশন

January 31, 2022 | 2 min read

আজ, সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অভিভাষণের মাধ্যমে শুরু হবে সংসদের অধিবেশন। আর কাল, মঙ্গলবার বিজেপির মানরক্ষার ‘ভোটের বাজেট’। তাই কেন্দ্রের লক্ষ্য একটাই—আম আদমি। ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে পাঁচ রাজ্যের ভোট। তার মধ্যে নরেন্দ্র মোদীর দল ক্ষমতায় রয়েছে তিনটি রাজ্যে—উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও গোয়া। সাধারণ করদাতাদের ভোট নিশ্চিত করতে পারলেই মিলবে ‘ডবল ইঞ্জিন’ তত্ত্বে সিলমোহর। আর তেমন কিছু প্রমাণেই এখন মরিয়া বিজেপি।

শেষ অস্ত্র বাজেট। সেক্ষেত্রে আয়কর ছাড়ের সীমা বৃদ্ধির সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়িয়েছে। ওয়াকিবহাল মহল বলছে, ব্যক্তিগত আয়কর ছাড়ের সীমা ৩ লক্ষ টাকা পর্যন্ত নিয়ে যাওয়ার উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। অর্থাৎ, স্ট্যান্ডার্ড ডিডাকশনের ৫০ হাজার ছাড়াও দেড় লক্ষ টাকার ৮০সি, মেডিক্লেমে ২৫ হাজার টাকার ৮০ডি এবং ৫০ হাজার টাকার এনপিএসের পর আরও ৫০ হাজার টাকার ছাড় বাড়তে পারে। সেক্ষেত্রে ৮০সি, ৮০ডি, ৮০জেজেএএ’র মতো কাঠামোয় ভালোরকম পরিবর্তন হবে। এই ছাড়ের ক্ষেত্রে প্রাধান্য পেতে পারে চাকরিজীবীদের ওয়ার্ক ফ্রম হোমও। এখানেই শেষ নয়, ২০১৪ সালের পর যেহেতু কর কাঠামোয় বদল আসেনি, ১৫ লক্ষ টাকা আয়ের উপর দু’টি স্তর রাখার কথা ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সাধারণ চাকরিজীবী মানুষের আর একটা কৌতূহলের বিষয় গৃহঋণ। সূত্রের খবর, হোম লোনের সুদে ছাড়ের পরিমাণ বাড়ানোর উদ্যোগ নিতে পারে কেন্দ্র। পাশাপাশি বদল আসতে পারে কর্পোরেট কর কাঠামোতেও।

উত্তরপ্রদেশের ভোটের আগে বিজেপির মাথাব্যথার প্রধান কারণ দু’টি—কৃষক এবং দলিত। বছরভরের আন্দোলন এমনিতেই মোদী সরকারের প্রতি কৃষকদের আস্থা তলানিতে নামিয়ে এনেছে। আর যোগীরাজ্যে এবার প্রধান ফ্যাক্টর হতে চলেছে দলিত ভোট। সূত্রের খবর, এই কারণেই দলিতদের জন্য বিশেষ ঘোষণা হতে পারে বাজেটে। কৃষকদের বিশেষ ইনসেন্টিভ, আর সার সংক্রান্ত সুবিধার ব্যবস্থা করে মন জয়ের একটা মরিয়া চেষ্টা কেন্দ্র করবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ এবং স্টার্ট আপ সংস্থাগুলির জন্য ভাতার সিদ্ধান্ত নিতে পারে সরকার। ক্ষুদ্র শিল্পে বিনিয়োগের সুযোগ বাড়াতে একগুচ্ছ সুবিধার ঘোষণা হতে পারে।

কোভিড পরিস্থিতি মানুষের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টিকে ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই দু’বছরে স্বাস্থ্যবিমা অপরিহার্য হয়ে উঠেছে ঘরে ঘরে। আর তাই আসন্ন বাজেটে মেডিক্লেমেও কিছু বাড়তি সুযোগ-সুবিধা ঘোষণা করতে পারে কেন্দ্র। চলতি অর্থবর্ষের বাজেট ঘোষণায় কোভিড মোকাবিলায় ৩৫ হাজার কোটি টাকা স্রেফ ভ্যাকসিনের জন্য বরাদ্দ করেছিল মোদী সরকার। সেই পথে হেঁটে আগামী অর্থবর্ষে (২০২২-২৩) স্বাস্থ্য গবেষণায় অর্থ বরাদ্দ বাড়তে পারে। কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির (সিএসআর) ক্ষেত্রে লভ্যাংশের হার ২ শতাংশ থেকে বেড়ে হতে পারে ৩ শতাংশ। এছাড়া ১০০ দিনের কাজে মজুরি বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। বেশ কয়েকটি রাজ্য ইতিমধ্যেই কেন্দ্রের কাছে এই সংক্রান্ত মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছে।

এরপরও অবশ্য বিজেপির উদ্বেগের কারণ সম্মিলিত বিরোধী শক্তি। বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে চলবে তো? এই প্রশ্নেরই উত্তর এখন খুঁজছে কেন্দ্র। এই অঙ্ক মেলাতে আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে সরকার, যা হবে ভার্চুয়াল। কোভিড পরিস্থিতিতে রাজ্যসভা বসবে সকাল ৯টা থেকে দুপুর ২টো। আর লোকসভা বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Union Budget 2022, #Budget 2022, #Nirmala Sitharaman

আরো দেখুন