বিদ্রোহী বীর নেতাজির আড়ালে ব্যক্তি সুভাষ কেমন ছিলেন? বলবে এই নতুন বই
নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে দেশবাসীর কৌতূহলের সীমা নেই। ওনার ১২৫তম জন্মবার্ষিকীতে এই উন্মাদনা বেড়েছে আরও। নেতাজির জীবন নিয়ে এতদিন বহু গবেষণা হয়েছে। লেখা হয়েছে অনেক বই। ওনার কর্মজীবন তো বটেই, নেতাজির অন্তর্ধান নিয়েও হয়েছে বিস্তর বিতর্ক এবং আলোচনা। আর এই গবেষণার ক্ষেত্রে যে দুটি নাম বার বার উঠে আসে তাঁরা হলেন অনুজ ধর এবং চন্দ্রচূড় ঘোষ।
চন্দ্রচূড় নেতাজি (Netaji Subhas Chandra Bose) গবেষক। দীর্ঘকাল তিনি, অনুজ ধর এবং সহকর্মীরা কাজ করছেন নেতাজির উপর। চন্দ্রচূড় এবং অনুজের আগের বই ‘কনানড্রাম’ ছিল নেতাজির অন্তর্ধানের বিষয়ে। তাঁদের গবেষণায় দাবি, তথাকথিত বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি। বরং গুমনামিবাবাকে ঘিরে আরও তদন্তের অবকাশ রয়েছে, কারণ সামঞ্জস্য প্রবল।
এরপর আগামী ফেব্রুয়ারি মাসেই চন্দ্রচূড় ঘোষ নেতাজি সম্পর্কিত একটি বিস্ফোরণ ঘটাতে চলছেন। তাঁর নতুন বই ‘বোস- দ্য আনটোল্ড স্টোরি অফ অ্যান ইনকনভিনিয়েন্ট ন্যাশনালিস্ট’ এর দৌলতে ঝড় উঠতে চলেছে ভারতের রাজনৈতিক আকাশে। এই বইতে অবশ্য অন্তর্ধান পর্ব নেই। এই কাহিনি শেষ হচ্ছে ষোলোই আগস্ট সিঙ্গাপুরে। এটিতে মূলত জোর দেওয়া হয়েছে স্বাধীনতা এনে দেওয়ায় নেতাজি এবং আইএনএ—র ভূমিকার উপর। আর তার সঙ্গে থাকছে নানা অকথিত ঘটনা।
শোনা যাচ্ছে, ডিক্লাসিফায়েড ফাইল থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এমিলি শেঙ্কলের সঙ্গে নেতাজির বিয়ের বিষয়টি নিয়ে বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরেছেন লেখক। এমনকি দাবি করা হচ্ছে পদ্মজা নাইডু নেতাজির প্রতি রোম্যান্টিক মানসিকতা দেখিয়েছিলেন। সেই সময় নেহরু পদ্মজাকে বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন। তার উল্লেখ আছে এই বইতে।
কংগ্রেস নেতৃত্বের সঙ্গে নেতাজির সংঘাত, আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণের কাহিনিও স্থান পেয়েছে এই বইতে। কংগ্রেস, বামপন্থী শিবির, মুসলিম লিগ, হিন্দু মহাসভা — বিভিন্ন চরম ও নরমপন্থী শিবিরের সঙ্গে নেতাজির সমর্কের বিন্যাস ও বিশ্লেষণ রয়েছে এই বইতে। সঙ্গে থাকছে সুভাষবাবু সম্পর্কে সেই সময়ের বহু কাগজের প্রতিবেদন, প্রকাশিত তথ্য, বিশিষ্টদের মূল্যায়ন।
নেতাজির রাজনৈতিক প্রবল তাৎপর্যপূর্ণ ভূমিকা, ব্যক্তিজীবনের নেপথ্য কাহিনি এবং স্বাধীনতায় আইএনএ-র ভূমিকা, এই সব নিয়েই পাঠকের দরবারে নতুন চেহারায় নেতাজিকে পেশ করবেন চন্দ্রচূড় ঘোষ।
(সাংবাদিক কুণাল ঘোষের লেখা প্রতিবেদন থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে লেখা)