বিজেপি সাংসদদের সম্পত্তির হিসেব নেই রাজ্যসভার কাছে
সুব্রহ্মণ্যম স্বামী, সাংবাদিক স্বপন দাশগুপ্ত, বক্সিং চ্যাম্পিয়ন এমসি মেরি কম সহ একাধিক বিজেপি সাংসদের সম্পত্তির হিসেব নেই রাজ্যসভার কাছে। এর মধ্যে অন্যরা হলেন রূপা গাঙ্গুলি, সোনাল মানসিংহ, রঘুনাথ মহাপাত্র, রাম শাকাল, রাকেশ সিনহা এবং মালায়ালাম অভিনেতা সুরেশ গোপী।
সাকেত গোখলে নামক এক ব্যক্তির দায়ের করা তথ্য অধিকারের (আরটিআই) আবেদনের জবাবে রাজ্যসভার নীতি কমিটি এই তথ্য প্রকাশিত করেছে। গত ২৫ শে মে রাজ্যসভার আরটিআই সেল জানায় ,যেহেতু আবেদনকারীর দ্বারা উল্লিখিত সমস্ত সদস্যকে ভারতের রাষ্ট্রপতি মনোনীত করেছিলেন, তাই আবেদনকারী দ্বারা চাওয়া তথ্য পাওয়া যায়নি।
“রাজ্যসভার সদস্যদের (সম্পদ ও দায়বদ্ধতার ঘোষণাপত্র) বিধি, ২০০৪ এর বিধি ৩ এর অধীনে কেবল নির্বাচিত সদস্যরা তাদের সম্পত্তি এবং দায়বদ্ধতা (এবং তাদের স্ত্রী এবং নির্ভরশীল সন্তানের) সম্পদ ঘোষণা করার জন্য দায়বদ্ধ,” জানায় রাজ্যসভার আরটিআই সেল।
স্বপন দাশগুপ্ত একজন সুপরিচিত সাংবাদিক এবং ২০১৫ সালে তাকে পদ্ম পুরষ্কারে ভূষিত করা হয়েছিল। গোপী একটি জনপ্রিয় নায়ক। রূপা গাঙ্গুলি বিআর চোপড়ার মহাভারতে দ্রৌপদীর চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত। সুব্রহ্মণ্যম স্বামী ১৯৭৪-৭৬ সালে রাজ্যসভার সদস্য ছিলেন। জরুরি অবস্থার সময় তাকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়। রাজ্যসভায় তাঁর দ্বিতীয় মেয়াদ ১৯৮৮-৯৪ সাল পর্যন্ত ছিল। এঁরা সকলেই বিজেপির সদস্য।