রাজ্য বিভাগে ফিরে যান

পুরভোটে জেতার নয়া ‘দাওয়াই’ নিয়ে শিলিগুড়ি যেতে পারেন অনুব্রত

January 31, 2022 | < 1 min read

আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলির প্রস্তুতি তুঙ্গে। যে পুরনিগমগুলিতে ভোট হতে চলেছে তার মধ্যে তৃণমূলের কাছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ পুরনিগম হল শিলিগুড়ি। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসলেও শিলিগুড়িতে লোকসভা, বিধানসভা বা পুরনিগমে ক্ষমতায় আসতে পারিনি তৃণমূল। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাই বারবার শিলিগুড়ি পুরনিগম দখলের ওপর জোর দিয়েছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারের জন্য শিলিগুড়ি পুরনিগমে যাবেন কিনা সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে শিলিগুড়ি পুরনিগম দখল করতে সেখানকার কর্মীদের দাওয়াই দিতে শিলিগুড়ি যাবেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট।

গুর বাতাসার মতো বিভিন্ন দাওয়াই নিয়ে বহুবার আলোচনার শীর্ষে থেকেছেন বীরভূমের এই তৃণমূল নেতা। আগামী ২ ফেব্রুয়ারি দলের সাংগঠনিক নির্বাচন মিটে যাওয়ার পর শিলিগুড়ি যেতে পারেন অনুব্রত মণ্ডল। তৃণমূল সূত্রের খবর, ৪ ফেব্রুয়ারির পর তিনি শিলিগুড়িতে যেতে পারেন। জানা যাচ্ছে, সেখানে গিয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি প্রচার চালাবেন অনুব্রত মণ্ডল। তৃণমূল সূত্রের খবর, দলের নির্দেশে কিছুদিন আগেই শিলিগুড়ি পুরসভায় তৃণমূল প্রার্থী গৌতম দেবকে ফোন করেছিলেন অনুব্রত মণ্ডল। গৌতম দেব জানিয়েছেন, ‘অনুব্রত মণ্ডল ফোন করেছিলেন। আগামীকাল মঙ্গলবার থেকেই নির্বাচনী প্রচার চালানো হবে।’

জানা যাচ্ছে, পরিস্থিতি ঠিকঠাক থাকলে অনুব্রত মণ্ডল ছাড়াও পরিবহন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী মলয় ঘটক, অরূপ বিশ্বাস প্রমুখ নেতৃত্ব শিলিগুড়িতে যেতে পারেন। এ বিষয়ে দলের সাংগঠনিক নির্বাচন শেষ হওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, শিলিগুড়িতে টানা হারের রেকর্ড ঘোচাতে তৎপর হয়েছে তৃণমূল কংগ্রেস। অনুব্রতর নজরদারিতে যেভাবে বীরভূমে সাফল্য পেয়েছে তৃণমূল তাকে গুরুত্ব দিয়েই দেখছে নেতৃত্ব। সেই কারণেই অনুব্রত মণ্ডলকে শিলিগুড়িতে প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Municipality election 2022, #Anubrata Mondal, #Siliguri municipality

আরো দেখুন