রাজ্য বিভাগে ফিরে যান

চারটি জোনে ভাগ জয় হিন্দ বাহিনি, লোগো আঁকবেন মমতাই

February 1, 2022 | < 1 min read

নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে সামনে রেখে ছাত্র সমাজ গড়ে তোলার লক্ষ্যে জয় হিন্দ বাহিনি গড়ার কথা আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই বাহিনি লোগো তৈরি করবেন মুখ্যমন্ত্রী। লোগো তৈরির কথা নিজের মুখেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‌জয় হিন্দ বাহিনিকে আপাতত চারটি জোনে ভাগ করা হয়েছে। শিলিগুড়ি, জঙ্গলমহল, কলকাতা ও ব্যারাকপুর, এই চারটি জোনে ভাগ করা হয়েছে। রাজ্যের সব জেলার ছেলেমেয়েরাই এই সব জোনে অন্তর্ভূক্ত করা হবে। নেতাজির আজাদ হিন্দ বাহিনীতে যে পোশাক ব্যবহার করা হত, সেই ধরনের পোশাক ব্যবহার করা হবে, নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম ও স্লোগান আগামী প্রজন্ম মনে রাখে।’‌ এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বাহিনি গঠনের ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। পড়ুয়াদের শারীরিক ও মানসিক গঠন উন্নত করে তোলাই এই বাহিনীর লক্ষ্য।

এর আগে গত ২৩ জানুয়ারি রেড রোডের অনুষ্ঠান থেকে জয় হিন্দ বাহিনি গঠনের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন স্কুলে স্কুলে এই বাহিনি গঠন করার কথা বলেছিলেন তিনি। পাশাপাশি নেতাজির নামে রাজ্যে নতুন বিশ্ববিদ্যালয় তৈরির কথা ঘোষণা করেছিলেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Nabanna, #tmc

আরো দেখুন