দেশ বিভাগে ফিরে যান

ছাড় পেল না মধ্যবিত্ত, ডিজিটাল অ্যাসেটে ৩০% কর – এক নজরে কেন্দ্রীয় বাজেট ২০২২

February 1, 2022 | 2 min read

কয়েক বছর ধরে অর্থনীতির মন্দগতি, কর্মসংস্থানের সঙ্কট, আর্থিক বৈষম্য বৃদ্ধির প্রেক্ষাপটে দাঁড়িয়ে আগামী বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এগুলোর সঙ্গে রয়েছে কোভিড এবং কোভিডজনিত সঙ্কটও।

এমন একটা সময় এই বাজেট পেশ হচ্ছে যার কিছুদিন আগেই নতুন কৃষি আইন প্রত্যাহারে বাধ্য হয়েছে নরেন্দ্র মোদী সরকার। আর বাজেটের পরপরই রয়েছে উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ পাঁচ রাজ্যের ভোট।

বাজেট বক্তৃতায় একাধিক ‘স্বপ্ন’ দেখালেও, তা বাস্তবায়নের পথ দেখাতে পারলেন না নির্মলা। কর ছাড়ের আশায় থাকা মধ্যবিত্তকে আবারও নিরাশ হতে হল। বরং, ডিজিটাল অ্যাসেটে ৩০% কর ঘোষণায় কিছুটা আশাহতই হল আম জনতা।

এক নজরে নির্মলার বাজেট বিবৃতি:

১২.৩৭ এরই সাথে বাজেট বক্তব্য শেষ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

১২.৩৬ সস্তা হচ্ছে পোশাক ও চামড়া দ্রব্য

১২.৩৪ হিরে ও রত্নখচিত গয়নার উপর কাস্টমস ডিউটি কমিয়ে ৫% করা হল

১২.৩২ ছাতা, দেশে তৈরি কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রর দাম বাড়ছে

১২.৩১ আয়কর কাঠামোতে কোনও পরিবর্তন নেই

১২.২৩ ক্রিপ্টোকারেন্সি থেকে আয়ে ৩০% কর

১২.১৮ রাজ্য সরকারি কর্মীরা বেতনের ১৪% NPS-এ বিনিয়োগ করতে পারবেন

১২.১৭ কর্পোরেট কর ১৮% থেকে কমে ১৫%, কো-অপারেটিভ সোসাইটির সারচার্জ কমবে

১২.১৬ ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট ব্যবহার করে যে কোনও লেনদেনে ৩০% কর

১২.১৪ বিশেষভাবে সক্ষমদের জন্য আয়কর কমানো হচ্ছে

১২.১৩ প্রত্যক্ষ কর ব্যবস্থায় সংস্কার করা হবে, সংসদে ঘোষণা অর্থমন্ত্রীর

১২.১০ করদাতারা ২ বছরের মধ্যে আপডেটেড রিটার্ন ফাইল করতে পারবেন

১২.০৪ কেন্দ্রীয় মন্ত্রকগুলির মধ্যে আর্থিক লেনদেন মসৃণ করার জন্য অনলাইন বিল ব্যবস্থা চালু

১২.০০ ব্লকচেইন পদ্ধতিতে ডিজিটাল কারেন্সি চালু হবে

১১.৫৯ আগামী অর্থবর্ষে মূলধন ব্যয় ১০ লক্ষ কোটির বেশি হবে

১১.৫৬ দেউলিয়া নীতিতে সংশোধন করা হবে

১১.৫৩ কয়লা থেকে গ্যাস ও কেমিক্যাল উৎপাদনের জন্য ৪টি নতুন পাইলট প্রজেক্ট

১.৫১ অ্যানিমেশন, ভিস্যুয়াল এফেক্ট, গ্রাফিক্স, কমিক্স টাস্ক ফোর্স গঠন

১১.৫০ টেলিকম পরিষেবায় 5G পরিষেবা শুরু হতে চলেছে

১১.৪৮ ‘এক দেশ, এক রেজিস্ট্রেশন প্রকল্প’ এর সূচনা

১১.৪৭ অনলাইনে পড়াশোনায় উৎসাহ দিতে ডিজিটাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে, সংসদে ঘোষণা নির্মলার

১১.৪৭ ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ দিতে ২ লক্ষ ৭৩ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে, ঘোষণা নির্মলার

১১.৪৬ PPP মডেলে গ্রামীণ অঞ্চলে অপটিক্যাল ফাইবার সংযোগ, ভারত নেট প্রকল্পের অধীনে

১১.৪৩ দেশের ৭৫টি জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা

১১.৪১ ২০২২-২৩ অর্থবর্ষ থেকে চিপ-সমৃদ্ধ ই-পাসপোর্ট বন্টন করবে কেন্দ্র

১১.৩৯ শহরাঞ্চলে গণ পরিবহনে জোর, বৈদ্যুতিক যানবাহনে জোর

১১.৩৪ চলতি বছরেই দেশের প্রতিটি পোস্ট অফিস কোর ব্যাঙ্কিং পরিষেবা দিতে সক্ষম হবে

১১.৩৩ ই-বিদ্যা প্রকল্পের মাধ্যমে ‘এক ক্লাস, একটি টিভি চ্যানেল’ নীতি। ক্লাস ১-১২ পড়ুয়াদের পড়াশোনার সুবিধার্থে ২০০ টিভি চ্যানেল

১১.৩২ উত্তর-পূর্ব রাজ্যগুলির উন্নয়নে নতুন প্রকল্প

১১.৩০ মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত জন্য আবাস সংস্থানে জমি সমস্যা দূরে রাজ্যগুলির সঙ্গে কাজ করবে কেন্দ্র

১১.২৭ আগামী অর্থবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৮০ লাখ বাড়ি হবে

১১.২৬ MSME ক্ষেত্রের সুবিধার্থে ২টি পোর্টালকে সংযুক্ত করা হল

১১.২৬ মানসিক স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য টেলি মেডিসিন হেল্পলাইন চালু হবে

১১.২৫ গঙ্গার ধারে কেমিক্যাল ফার্ম গঠন করা হবে

১১.২৪ আগামী ৩ বছরে ১০০ কার্গো টার্মিন্যাল গঠন হবে প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্পের আওতায়

১১.২০ আগামী তিন বছরে ৪০০ নতুন বন্দে ভারত ট্রেন

১১.১৬ পাহাড়ি এলাকায় যোগাযোগ মজবুত করতে ‘পর্বতমালা’ রোপওয়ে প্রকল্প, রেখে PPP মডেলে জোর

১১.১৫ আগামী পাঁচ বছরে ৬০ লক্ষ কর্মসংস্থান হবে

১.১৪ বর্তমান আর্থিক বছরে ভারতের আর্থিক বৃদ্ধি সর্বোচ্চ (৯.২%) হওয়ার আশা

১১.১৩ শীঘ্রই বাজারে আসছে জীবনবিমা নিগমের আইপিও, ঘোষণা করলেন অর্থমন্ত্রী

১১.১২ আত্মনির্ভর ভারতই আমাদের লক্ষ্য। আগামী ২৫ বছরের জন্য আর্থিক রূপরেখা স্থির করা হবে

১.১১ করোনার মোকাবিলায় আমাদের ‘সবাইকে সাথে’ নিয়েই স্বাস্থ্য ব্যবস্থা মজবুত হয়েছে

১১.১০ বর্তমান আর্থিক বছরে ভারতের আর্থিক বৃদ্ধি সর্বোচ্চ হওয়ার আশা

TwitterFacebookWhatsAppEmailShare

#Nirmala Sitharaman

আরো দেখুন