কয়লা কাণ্ডে অভিষেকের আপ্ত সহায়ককে রক্ষাকবচের মেয়াদবৃদ্ধি
কয়লা-কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল উচ্চ আদালত। এদিকে এই মামলা থেকে নিজেকে সরালেন বিচারপতি রাজাশেখর মান্থা। উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ডে মূল সাক্ষী হিসেবে নাম উঠেছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আপ্ত সহ্য়াকের। সেই আপ্ত সহায়কের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির আবেদনের শুনানি ছিল শুক্রবার। শুনানি শুরু হতেই মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি মান্থা। তবে সুমিতকে স্বস্তি দিয়ে উচ্চ আদালত জানায় যে তাঁর অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল থাকছে।
এদিকে মামলা থেকে বিতারপতি মান্থা সরে দাঁড়ানোয় মামলাটি নতুন কোনও বেঞ্চে উঠবে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই ইডি-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি মান্থা। আর কয়লা পাচার কাণ্ডের তদন্তের দায়িত্ব সেই ইডির উপরই। এই আবহে বিচারপতি মান্থা এই মামলা থেকেই সরে দাঁড়ালেন। উল্লেখ্য, এর আগে অভিষেকের আপ্ত সহায়ককে দুই মাসের জন্য অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিল উচ্চ আদালত। সেই মেয়াদ ফুরিয়ে যেতেই সেই রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ সুমিত।
এর আগে কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে অভিষেকের আপ্ত সহায়ককে দু’বার ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। তবে দু’বারই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন সুমিত। এই আবহে বিতাপতি মান্থা ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জানতে চেয়েছিলেন, সাক্ষী হওয়া সত্ত্বেও সুমিত ইডির হাজিরা এড়িয়েছেন। তাহলে কেন সুমিতকে ছেড়ে দেওয়া হল? মামলায় ইডি-র তদন্তের গতিপ্রকৃতি সঠিক নয় বলেও মন্তব্য করেছিলেন তিনি।