গত ২৪ ঘন্টায় দেশের করোনা আক্রান্তের সংখ্যা কমলেও, বাম-শাসিত কেরলে চলছে মৃত্যু মিছিল?

সংক্রমণের হার এবং আক্রান্তের সংখ্যা কমলেও গত কয়েক দিন ধরেই দেশে অনেকটা বেড়ে গিয়েছে মৃত্যুর সংখ্যা।

February 2, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আরও কমল দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার দেশে এক দিনে আক্রান্ত হয়েছিলেন এক লক্ষ ৬৭ হাজার মানুষ। বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়ার পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আরও কমেছে আক্রান্তের সংখ্যা। বুধবার দেশে করোনা আক্রান্ত হয়েছেন, এক লক্ষ ৬১ হাজার ৩৮৬ জন। এর ফলে ভারতে দৈনিক সংক্রমণের হার নেমে গিয়েছে ১০ শতাংশের নীচে। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ৯.২৬ শতাংশ। মঙ্গলবার যা ছিল ১১.৬ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ১৪.১৫ শতাংশ। এই পরিসংখ্যান থেকে একটা জিনিস পরিষ্কার, দেশে করোনার দাপট কমতির দিকে।

সংক্রমণের হার এবং আক্রান্তের সংখ্যা কমলেও গত কয়েক দিন ধরেই দেশে অনেকটা বেড়ে গিয়েছে মৃত্যুর সংখ্যা। বুধবারও তার ব্যতিক্রম হল না। স্বাস্থ্য মন্ত্রক বলছে, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক হাজার ৭৩৩ জনের। তার মধ্যে শুধুমাত্র কেরলেই এক হাজার ৬৩ জনের মৃত্যুর হিসাব দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগে হওয়া করোনায় অনথিভুক্ত মৃত্যুর খতিয়ান গত ২৪ ঘণ্টার মৃত্যুর তালিকায় যুক্ত হয়েছে। তাতেই লাফিয়ে বেড়ে গিয়েছে মৃত্যুর সংখ্যা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen