← বিবিধ বিভাগে ফিরে যান
মহাসাগর দিবস – জেনে নিন মহাসাগর সম্পর্কে কিছু মজার তথ্য
২০০৮ সালে ৮ই জুনকে জাতিসংঘ সাধারণ পরিষদ বিশ্ব মহাসাগর দিবস হিসেবে ঘোষণা করে। এই বিষয়টি প্রথম আলোচিত হয় ব্রাজিলের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত আর্থ সামিটে। মহাসাগরগুলি পরিবেশ রক্ষায় অন্যতম প্রধান ভূমিকা পালন করে। তাই সমুদ্রকে বাঁচানোর লক্ষ্যেই এই দিনটি পালিত হয়। এ বছর বিশ্বের ৩০ শতাংশ সমুদ্রকে ২০৩০ এর মধ্যে পূর্বাবস্থায় ফেরানোর শপথ গ্রহণ করা হচ্ছে।
এই বিশেষ দিনের অবসরে জেনে নেওয়া যাক সমুদ্র সম্পর্কিত কিছু মজার তথ্যঃ
- পৃথিবী পৃষ্ঠের ৭০ শতাংশই সমুদ্র। পৃথিবীর মোট জলের ৯৭ শতাংশই সমুদ্রের এবং আয়তনে যা গ্রহের মোট আয়তনের ৯৯ শতাংশ।
- বিশ্বের ৩০০ কোটিরও বেশি মানুষের জীবন যাত্রা সমুদ্রের ওপর নির্ভরশীল।
- সমুদ্রে ২ লক্ষেরও বেশি প্রজাতি চিহ্নিত করা গেছে। কিন্তু আসল সংখ্যাটা এর অনেক অনেক গুন বেশি।
- সমুদ্র মানুষের দ্বারা উৎপাদিত ৩০ শতাংশ কার্বন ডাই অক্সাইড শোষন করে বিশ্বকে উষ্ণায়ণ থেকে রক্ষা করে।
- প্রায় আড়াইশো কোটি মানুষ সমুদ্রজাত প্রোটিনের ওপর নির্ভরশীল।
- এখন প্রায় সমুদ্রের ৪০ শতাংশ মানুষের কার্যকলাপে দূষিত হয়ে গেছে।
- প্রশান্ত মহাসাগর আকারে সবথেকে বড়। এটি একাই মোট ভূতলের ৩০ শতাংশ জুড়ে রয়েছে।