হু-এর সাইটে ভারতের মানচিত্র বিকৃতি প্রসঙ্গ তুলে পেগাসাস কাণ্ডে সংসদে কেন্দ্রীয় সরকারকে খোঁচা শান্তনুর

বিশ্বের সবচেয়ে ১০ টি দূষিত মহানগরের মধ্যে তিনটিই ভারতে। তার মধ্যে দিল্লি দূষণের নিরিখে সবচেয়ে এগিয়ে আছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের কী পরিকল্পনা তাও জানতে চান সাংসদ।

February 3, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাইটে ভারতের বিকৃত মানচিত্রের প্রসঙ্গ তুলে পেগাসাস নিয়ে সংসদে ফের কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডাঃ শান্তনু সেন।

আজ বৃহস্পতিবার রাজ্যসভা অধিবেশনের প্রশ্নত্তর পর্ব চলার সময়ই কেন্দ্রীয় সরকারকে চাঁচাছোলা আক্রমণ করেন শান্তনু সেন। হু- এর ভারতের মানচিত্র বিকৃত করার ঘটনার বিরুদ্ধে কেন কোন পদক্ষেপ নিচ্ছে না কেন্দ্রীয় সরকার তা জানতে চান। সেই প্রসঙ্গেই মোদী সরকারকে খোঁচা দিয়ে সাংসদ বলেন যে পেগাসাস কিনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে আড়ি পাততে চরম উৎসাহিত ছিল বিজেপি সরকার, এবিষয়েও কিছু উৎসাহ দেখাক তারা।

এছাড়াও দেশের পরিবেশ ভারসাম্য ঠিক রাখতে কেন্দ্রীয় সরকার কী ভূমিকা গ্রহণ করছে সে বিষয়েও জানতে চান সাংসদ। তিনি তথ্য দিয়ে জানান বিশ্বের ১৮০ টি দেশের পরিবেশ রক্ষার নিরিখে ভারতের স্থান ১৬৮ তে। সবচেয়ে দূষিত দেশগুলির নিরিখে বিশ্বের মধ্যে পঞ্চম স্থানে ভারত, এশিয়ায় তৃতীয় স্থানে। বিশ্বের সবচেয়ে ১০ টি দূষিত মহানগরের মধ্যে তিনটিই ভারতে। তার মধ্যে দিল্লি দূষণের নিরিখে সবচেয়ে এগিয়ে আছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের কী পরিকল্পনা তাও জানতে চান সাংসদ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen