দেশ বিভাগে ফিরে যান

বিভিন্ন বিষয়ে দেশকে ক্রমশ পিছনের দিকে ঠেলে দিচ্ছে মোদী সরকার, অভিযোগ জহরের

February 3, 2022 | 2 min read

রাজ্যসভায় প্রথমবার ভাষণ দেওয়ার সুযোগ পেয়েই কেন্দ্রীয় সরকার আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ জহর সরকার (TMC MP Jawhar Sircar Attacks Modi Government in Rajya Sabha) ৷ তাঁর দাবি, বিভিন্ন বিষয়ে দেশকে ক্রমশ পিছনের দিকে ঠেলে দিচ্ছে কেন্দ্রের মোদী সরকার ৷

গত সোমবার শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন (Budget Session at Parliament) ৷ প্রথম দিন প্রথামাফিক সংসদের সেন্ট্রাল হলে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ramnath Kovind Speech at Parliament) ৷ বৃহস্পতিবার তৃণমূল সাংসদ জহর সরকার (TMC MP Jawhar Sircar) রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপন করতে নিজের বক্তব্য রাখেন ৷ শুরুতেই জানান, ছ‘মাস তিনি সংসদের উচ্চকক্ষের সদস্য ৷ তার পর এই প্রথম তিনি বলার সুযোগ পেলেন ৷

তাঁর দাবি, ‘‘ভারত এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, যা আগে কখনও ছিল না ৷ আজ কী করছি, কাল কী করব, তার উপর নির্ভর করে ভারতের ইতিহাসের বিচার হচ্ছে ৷’’ তাঁর অভিযোগ, ভারতের নীতি ভেঙে পড়েছে ৷ রাজনৈতিক কাঠামো ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ৷ এখন ভাইয়ে-ভাইয়ে লড়াই করছে ৷ অর্থনীতির অবস্থাও খারাপ হচ্ছে ৷

বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন মঙ্গলবার ২০২২-২৩ আর্থিক বছরের জন্য বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Union Finance Minister Nirmala Sitharaman Tabled Budget 2022) ৷ এদিন প্রাক্তন আমলা জহর সরকার সেই বাজেটের সমালোচনা করেছেন ৷ তাঁর কটাক্ষ, ছাপানো শব্দ আর ভাষণ দিয়ে ক্ষুধার্ত, বেকারদের কোনও উপকার করা যায় না ৷ তাঁর দাবি, ৬ কোটি ভারতীয়র কোনও চাকরির নিরাপত্তা নেই ৷

তাঁর আরও দাবি, ২০০৬ সাল থেকে দশ বছরে , ১৫ কোটি মানুষ দারিদ্রসীমার উপরে এসেছে ৷ কিন্তু গত দু’বছরে ১৪ কোটি মানুষ দারিদ্রসীমার নিচে চলে গিয়েছে ৷ পাশাপাশি তিনি মোদী সরকারের বেসরকারিকরণ নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন ৷

তাঁর প্রশ্ন, সরকারি সম্পত্তিকে বেসরকারিকরণের নামে লিজ দেওয়া হচ্ছে ৷ সেই সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর ওই সরকারি সম্পত্তি পূর্বের অবস্থাতেই আবার পাওয়া যাবে, তার কি কোনও নিশ্চিয়তা আছে ৷ তাঁর অভিযোগ, বেসরকারিকরণের নামে বেশ কিছু লোককে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে ৷

TwitterFacebookWhatsAppEmailShare

#modi govt, #Jawhar Sircar, #India, #Parliament

আরো দেখুন