বিভিন্ন বিষয়ে দেশকে ক্রমশ পিছনের দিকে ঠেলে দিচ্ছে মোদী সরকার, অভিযোগ জহরের
রাজ্যসভায় প্রথমবার ভাষণ দেওয়ার সুযোগ পেয়েই কেন্দ্রীয় সরকার আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ জহর সরকার (TMC MP Jawhar Sircar Attacks Modi Government in Rajya Sabha) ৷ তাঁর দাবি, বিভিন্ন বিষয়ে দেশকে ক্রমশ পিছনের দিকে ঠেলে দিচ্ছে কেন্দ্রের মোদী সরকার ৷
গত সোমবার শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন (Budget Session at Parliament) ৷ প্রথম দিন প্রথামাফিক সংসদের সেন্ট্রাল হলে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ramnath Kovind Speech at Parliament) ৷ বৃহস্পতিবার তৃণমূল সাংসদ জহর সরকার (TMC MP Jawhar Sircar) রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপন করতে নিজের বক্তব্য রাখেন ৷ শুরুতেই জানান, ছ‘মাস তিনি সংসদের উচ্চকক্ষের সদস্য ৷ তার পর এই প্রথম তিনি বলার সুযোগ পেলেন ৷
তাঁর দাবি, ‘‘ভারত এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, যা আগে কখনও ছিল না ৷ আজ কী করছি, কাল কী করব, তার উপর নির্ভর করে ভারতের ইতিহাসের বিচার হচ্ছে ৷’’ তাঁর অভিযোগ, ভারতের নীতি ভেঙে পড়েছে ৷ রাজনৈতিক কাঠামো ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ৷ এখন ভাইয়ে-ভাইয়ে লড়াই করছে ৷ অর্থনীতির অবস্থাও খারাপ হচ্ছে ৷
বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন মঙ্গলবার ২০২২-২৩ আর্থিক বছরের জন্য বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Union Finance Minister Nirmala Sitharaman Tabled Budget 2022) ৷ এদিন প্রাক্তন আমলা জহর সরকার সেই বাজেটের সমালোচনা করেছেন ৷ তাঁর কটাক্ষ, ছাপানো শব্দ আর ভাষণ দিয়ে ক্ষুধার্ত, বেকারদের কোনও উপকার করা যায় না ৷ তাঁর দাবি, ৬ কোটি ভারতীয়র কোনও চাকরির নিরাপত্তা নেই ৷
তাঁর আরও দাবি, ২০০৬ সাল থেকে দশ বছরে , ১৫ কোটি মানুষ দারিদ্রসীমার উপরে এসেছে ৷ কিন্তু গত দু’বছরে ১৪ কোটি মানুষ দারিদ্রসীমার নিচে চলে গিয়েছে ৷ পাশাপাশি তিনি মোদী সরকারের বেসরকারিকরণ নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন ৷
তাঁর প্রশ্ন, সরকারি সম্পত্তিকে বেসরকারিকরণের নামে লিজ দেওয়া হচ্ছে ৷ সেই সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর ওই সরকারি সম্পত্তি পূর্বের অবস্থাতেই আবার পাওয়া যাবে, তার কি কোনও নিশ্চিয়তা আছে ৷ তাঁর অভিযোগ, বেসরকারিকরণের নামে বেশ কিছু লোককে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে ৷