ধান বিক্রির জন্য রাজ্যের নয়া অ্যাপ ‘অন্নদাত্রী’

করোনা-সতর্কতার কথা মাথায় রেখে সরকারি ধান বিক্রয় কেন্দ্রগুলোয় কৃষকদের ভিড় এড়াতে রাজ্য সরকার এ বার চালু করল নয়া মোবাইল অ্যাপ। যার নাম দেওয়া হয়েছে ‘অন্নদাত্রী’।

June 8, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা-সতর্কতার কথা মাথায় রেখে সরকারি ধান বিক্রয় কেন্দ্রগুলোয় কৃষকদের ভিড় এড়াতে রাজ্য সরকার এ বার চালু করল নয়া মোবাইল অ্যাপ। যার নাম দেওয়া হয়েছে ‘অন্নদাত্রী’। এই অ্যাপের সাহায্যেই কৃষক কোন কেন্দ্রে ধান বিক্রি করতে পারবেন, সেটা ঠিক করবেন। অ্যাপে ধান বিক্রির সময়ও দেওয়া থাকবে। যাতে বিক্রয় কেন্দ্রে গিয়ে কৃষককে অপেক্ষা করতে না-হয়, সামাজিক দূরত্বের বিধি অনুসরণ করা যায়।

ধান বিক্রির জন্য রাজ্যের নয়া অ্যাপ ‘অন্নদাত্রী’

অ্যাপটি স্মার্টফোনের গুগল প্লে থেকে ডাউনলোড করে নিজের নাম, ঠিকানা, সচিত্র ভোটার পরিচয়পত্র বা আধার কার্ডের নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড নথিভুক্ত করবেন কৃষক। তাঁকে জানাতে হবে তাঁর জমির রেকর্ড-নম্বরও। এর পর ভোটার পরিচয়পত্র, জমির রেকর্ড, ব্যাঙ্কের পাসবইয়ের ফোটোকপি নিয়ে স্থানীয় সেন্ট্রালাইজ্‌ড সংগ্রহ কেন্দ্র (সিপিসি) বা ধানক্রয় কেন্দ্রে (ডিপিসি) গিয়ে সেই সব নথি কৃষককে জমা দিতে হবে। কৃষকদের কাছ থেকেই রাজ্য সরকার সরাসরি ধান কিনবে। অন্য কেউ যাতে এই ব্যবস্থায় অনুপ্রবেশ করতে না-পারে, সেই জন্যই অ্যাপ চালু করে কৃষকদের নাম নথিভুক্তির ব্যবস্থা করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen