বেসরকারি মেডিকেল কলেজের অর্ধেক আসনের কোর্স ফি হবে সরকারি কলেজের সমান!
যদি সরকারের কোটার আসন সংখ্যা যদি ৫০ শতাংশমের কম হয়, তাহলে পুরোপুরি মেধার ভিত্তিতে বাকি প্রার্থীদের সেই সুযোগ দেওয়া হবে।

বেসরকারি মেডিকেল কলেজের কোর্স ফি নির্ধারণের ক্ষেত্রে পদক্ষেপ করল কেন্দ্র। এবার থেকে বেসরকারি মেডিকেল কলেজের ৫০ শতাংশ আসনের কোর্স ফি সরকারি কলেজের মতো হতে হবে। তবে প্রাথমিকভাবে শুধুমাত্র যাঁরা সরকারের কোটার আসন বেছে নিয়েছেন, তাঁরা সেই ফি কাঠামোর সুযোগ পাবেন।
শনিবার জাতীয় মেডিকল কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষজ্ঞ কমিটির আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে যে কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে যে সরকারি মেডিকেল কলেজ আছে, সেখানকার স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে যে কোর্স ফি, সেই একই ফি বেসরকারি মেডিকেল কলেজর ৫০ শতাংশ আসনে নিতে হবে। যাঁরা সরকারের কোটার আসন বেছে নিয়েছেন, তাঁরা প্রথমে সেই ফি কাঠামোর সুয়োগ পাবেন। যদি সরকারের কোটার আসন সংখ্যা যদি ৫০ শতাংশমের কম হয়, তাহলে পুরোপুরি মেধার ভিত্তিতে বাকি প্রার্থীদের সেই সুযোগ দেওয়া হবে।