দেশ বিভাগে ফিরে যান

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে খানিকটা কমল কোভিড সংক্রমণ ও মৃত্যু

February 6, 2022 | < 1 min read

টিকাকরণ, বিধি নিষেধ ও সচেতনতার সুফল মিলছে। ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ। আগের দিনের তুলনায় অনেকটাই কমেছে সংক্রমণ। সেই সঙ্গে কমেছে মৃত্যুও। যা নিঃসন্দেহে সামান্য হলেও স্বস্তি দিয়েছে দেশবাসীকে।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৪৭৪ জন। গতকালের তুলনায় যা অনেকটাই কম। স্বস্তি দিয়ে কমল অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১২ লক্ষ ২৫ হাজার ০১১। নিম্নমুখী দৈনিক পজিটিভিটি রেটও। এই মুহূর্তে ভারতে ৭.৪২ শতাংশ করোনা পজিটিভ রেট। তবে চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টাতেই যেমন মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৮৬৫ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১ হাজার ৯৭৯ জন।

প্রতিদিনই বিভিন্ন রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বাড়ছে। এই সংক্রমণ রীতিমতো উদ্বেগজনক। তৃতীয় ঢেউয়ের ভয়াবহতা কাটিয়ে উঠলেও এখনও যে এই ভাইরাসের দাপট কমেনি, তা বলাই বাহুল্য। তবে এরই মধ্যে আশার আলো দেখাচ্ছেন করোনাজয়ীরা। গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২ লক্ষ ১৩ হাজার ২৪৬ জন। সুস্থতার হার ৯৫.৯১ শতাংশ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৬৯.৪৬ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ১৪ লক্ষ ৪৮ হাজার ৫১৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Coronavirus, #covid-19

আরো দেখুন