মোদী বিরোধী লড়াইকে শক্ত করতে আজ লখনৌতে অখিলেশের হয়ে প্রচারে মমতা
উত্তরপ্রদেশ যার, দিল্লিও তার। জাতীয় রাজনীতিতে এই আপ্তবাক্য বহু পুরনো। সেই উত্তরপ্রদেশ থেকেই মোদী বিরোধী লড়াইয়ের নয়া ইনিংস শুরু করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে দুরমুশ করার বীজমন্ত্র নিয়ে আজ, সোমবার লখনৌতে পা রাখছেন তিনি। সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের আহ্বানে সাড়া দিয়ে বিধানসভা ভোটের প্রচারে গেলেও, মমতার আসল লক্ষ্য ২০২৪। অষ্টাদশ লোকসভা নির্বাচনের আগে দেশজুড়ে মোদী বিরোধী জোটকে শক্তিশালী করাই পাখির চোখ তাঁর।
সোমবার সন্ধ্যার মধ্যেই লখনৌ পৌঁছে যাওয়ার কথা তৃণমূল সুপ্রিমোর। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবে সপা শীর্ষ নেতৃত্ব। বিজেপিকে হারাতে অখিলেশের দলকে পূর্ণ সমর্থন দিয়েছে তৃণমূল। একটি আসনেও প্রার্থী দেয়নি জোড়াফুল শিবির। বরং বাংলায় কীভাবে বিজেপিকে হারিয়েছেন, সেই কাহিনি মঙ্গলবার অখিলেশ যাদবকে পাশে নিয়ে উত্তরপ্রদেশের মানুষের কাছে তুলে ধরবেন তৃণমূল নেত্রী। সমাজবাদী পার্টির মুখপাত্র রাজেন্দ্র চৌধুরি বলেন, ‘আমাদের দলের কর্মীরা মুখিয়ে আছেন দিদির বক্তব্য শুনতে।’
‘অব কি বার, ২০০ পার’। এই স্লোগান নিয়ে ২০২১ সালে বাংলায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিল বিজেপি। আর তা সফল করতে ভোটের প্রচারে প্রায় ডেইলি প্যাসেঞ্জারি করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথরা। কিন্তু তা কাজে আসেনি। এবার পাল্টা দিতে আসরে নামছেন মমতা। টার্গেট বিজেপির ‘পোস্টার বয়’ যোগীর রাজ্য। তাৎপর্যপূর্ণভাবে, লখনউয়ের পরই তিনি পা রাখবেন মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে।