রাজ্য বিভাগে ফিরে যান

কোভিড বিধি মেনে আজ থেকেই রাজ্যে শুরু হল ‘পাড়ায় শিক্ষালয়, স্কুলে গিয়ে খুশি পড়ুয়ারা

February 7, 2022 | < 1 min read

করোনা (Coronavirus) পরিস্থিতিতে তালা ঝুলেছিল স্কুলে। তাই প্রায় টানা দু’বছর স্কুলের মুখও দেখেনি কচিকাঁচারা। অনলাইন ক্লাসই ছিল তাদের একমাত্র ভরসা। তবে সোমবার থেকেই রাজ্যে শুরু হল ‘পাড়ায় শিক্ষালয়’। সকাল থেকেই চলছে স্কুলেরই খোলা মাঠে খুদে পড়ুয়াদের পড়াশোনা। স্কুলে গিয়ে ফের বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হওয়ায় খুশি পড়ুয়ারা।

প্রাথমিক থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের ফের স্কুলের (School) পরিবেশে পড়াশোনার অভ্যাস ফেরাতে গত মাসেই ‘পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। স্কুলের অন্দরে নয়, পার্ক-খোলা মাঠ কিংবা অন্য কোনও খোলামেলা এলাকায় কমিউনিটি শিক্ষা ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়। যাতে প্রাথমিক শিক্ষা বা পরীক্ষার প্রস্তুতির জন্য দূরে দূরে না ছুটতে হয় পড়ুয়াদের। শিক্ষক, পার্শ্বশিক্ষক বা শিক্ষা সহায়কেরা ক্লাস নেবেন বলেই বলা হয়েছিল।

সেই মতো সোমবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন স্কুলের মাঠে শুরু ‘পাড়ায় শিক্ষালয়’। কোভিড বিধি মেনেই শুরু পঠনপাঠন। পড়ুয়াদের মাস্ক (Mask) এবং স্যানিটাইজার ব্যবহারে বিশেষ জোর দেওয়া হচ্ছে। মানা হচ্ছে শারীরিক দূরত্ববিধিও। ‘পাড়ায় শিক্ষালয়ে’ রান্না করা খাবারও দেওয়া হবে পড়ুয়াদের। ফের দু’বছর পর স্কুলের মেজাজ ফিরে পাওয়ায় খুশি কচিকাঁচারা। কেউ ক্লাস টু-তে পড়ে কিংবা থ্রি আবার কেউ প্রথমবার স্কুলে এসে বন্ধুবান্ধবদের দেখা পেয়ে আনন্দে আত্মহারা।

অনলাইনের পরিবর্তে অফলাইনে ফের ক্লাস করতে পারছে খুদেরা, এটা ভেবেই খুশি অভিভাবকরাও। তবে তাঁদের মতে, স্কুলে শুরু হোক ক্লাস। নইলে রোদ কিংবা বৃষ্টিতে বিপাকে পড়তে পারেন সকলেই। তার ফলে ফের ব্যাহত হতে পারে পঠনপাঠন। তাই পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে স্কুলে পঠনপাঠনই চান অভিভাবকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #covid 19, #students, #Paray Sikshalaya

আরো দেখুন