দেশ বিভাগে ফিরে যান

দেশে চাকরি নেই!‌ প্রতি দু’‌ঘন্টায় তিন জন বেকার আত্মহত্যা করছেন, জানাচ্ছে ক্রাইম ব্যুরোর রিপোর্ট

June 8, 2020 | < 1 min read

দেশ জুড়ে বেকারত্ব। বিগত ৪৫ বছরে বেকারত্বের এমন হার আর কখনও দেখা যায়নি। কেন্দ্রীয় মোদি সরকার বিষয়টি মানতে না চাইলেও ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সাম্প্রতিক রিপোর্ট তাই প্রমাণ করে দিল। ২০১৮ সালের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ভারতবর্ষে প্রতি দু’‌ঘন্টায় তিন জন ব্যক্তি বেকারত্বের কারণে আত্মহত্যা করছেন। ২০১৮ সালে যত আত্মহত্যার ঘটনা ঘটেছে দেশে, তার ৯.‌৬ শতাংশ আত্মহত্যার ঘটনাই এই কারণে ঘটেছে। শুধু গরীব পরিবারই এর শিকার হচ্ছে না। শিক্ষিত সমাজও বেকারত্বের শিকার হচ্ছে। কারণ দেশে চাকরি নেই।

আত্মহত্যা

রিপোর্ট থেকে জানা যাচ্ছে, যাঁদের আয় বছরে এক লক্ষ টাকার কম তাঁরাই মূলত আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। ২০১৮ সালে মোট আত্মহত্যার ঘটনার ৬৬ ‌শতাংশ এই তালিকায়। মোট আত্মহত্যার ২৯.‌১ শতাংশ তাঁরা, যাঁদের আয় এক থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত। ২০১৮ সালে মোট ১০ হাজার পড়ুয়ার আত্মহত্যার খবর মিলেছে। মোট আত্মহত্যার ১.‌৩ শতাংশ সরকারি চাকুরে যেখানে ৬.‌১ শতাংশ বেসরকারি চাকুরে। জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর ২০১৮ সালের রিপোর্ট অনুযায়ী, কৃষি বিপণন সেক্টরে আত্মহত্যার হার ৭.‌৭ শতাংশ। মোট এক লক্ষ ৩০ হাজারের মধ্যে ১০,‌৩৪৯ জন আত্মহত্যা করেছেন।  

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #poor people, #suicides

আরো দেখুন