কোভিড গ্রাফ নিম্নমুখী রাজ্যে, আক্রান্তের সংখ্যা ৬০০-র সামান্য বেশি

একদিনে করোনার কবলমুক্ত হয়েছেন ১৭৪২ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.১২ শতাংশ।

February 7, 2022 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

সরস্বতী পুজো কাটিয়ে সুখবর রাজ্যে। আরও নিম্নমুখী রাজ্যের কোভিড (COVID-19)গ্রাফ। রাজ্য স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬৪১ জন। মৃত্যু হয়েছে ২৯ জনের। যা রবিবারের তুলনায় বেশ খানিকটা কম। সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ১০৫ জন। কলকাতায় একদিনে আক্রান্তের সংখ্যা ৭৫। বাড়ছে সুস্থতার হার। একদিনে করোনার (Coronavirus) কবলমুক্ত হয়েছেন ১৭৪২ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.১২ শতাংশ।

রাজ্যের স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। একদিনে ১১৩০ জন অ্য়াকটিভ রোগীর সংখ্যা কমে এই মুহূর্তে দাঁড়িয়েছে ১৬,৮৬৪। পজিটিভিটি রেট ২.৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২৪,৭৮৬। এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০,০৬,৫১৩। মহামারীর বলি রাজ্যের ২০,৮৫২ জন। আর সুস্থ হয়েছেন মোট ১৯,৬৮,৭৯৭ জন।

এবার আসা যাক জেলার করোনা পরিসংখ্যানে। সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। এখানে একদিনে আক্রান্ত ১০৫ জন। নিম্নমুখী গ্রাফে কলকাতা এগিয়ে গেল অনেকটা। একদিনে একশোরও কম সংক্রমণ এখানে। মাত্র ৭৫জনের শরীরে নতুন করে মহামারীর জীবাণু মিলেছে। করোনাযুদ্ধে সবচেয়ে এগিয়ে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর। পুরুলিয়ায় গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ মাত্র ১ জন। বাকি দুই জেলায় যথাক্রমে ৫ ও ৮ জন নতুন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে।

রাজ্যে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জারি কোভিড বিধিনিষেধ। রাত ১১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি নাইট কারফিউ। সামনেই রয়েছে পুরনির্বাচন। তাতে ভারচুয়াল প্রচারেই বেশি জোর দিয়েছে নির্বাচন কমিশন। আর এই ভোটকে কেন্দ্র করে যাতে রাজ্যে নতুন করে করোনা সংক্রমণ মাথাচাড়া দিয়ে না ওঠে, তার জন্য যথেষ্ট কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। তার সুফলও মিলছে। রাজ্যের নিম্নমুখী কোভিড গ্রাফেই তার প্রতিফলন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen