সোশাল মিডিয়ায় করোনা পজ়িটিভের ব্যক্তিগত তথ্য দিলে কড়া পদক্ষেপ করবে জলপাইগুড়ি স্বাস্থ্যবিভাগ
করোনা সংক্রমণ নিয়ে ছড়ানো হচ্ছে গুজব । করোনাপজ়িটিভ ব্যক্তিদের নাম, ঠিকানা এবং ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগ উঠেছে জলপাইগুড়িতে । হেনস্থা করা হয়েছে স্বাস্থ্যকর্মীদেরও । আর এই ঘটনা একবার নয় , ঘটেছে বারবার । স্বাস্থ্যদপ্তরের তরফে একাধিকবার নিষেধ করার পরেও বন্ধ হয়নি এই কাজ । এইবার তাই এই ধরনের ঘটনায় কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্যবিভাগ । অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ।
যে ব্যক্তি সোশাল মিডিয়ায় করোনা আক্রান্ত ব্যক্তির ব্যক্তিগত তথ্য এবং ছবি পোস্ট করবেন তাঁর বিরুদ্ধেই কড়া পদক্ষেপ করবে স্থানীয় প্রশাসন । একইভাবে গুজব ছড়ানোর ক্ষেত্রেও কঠোর হবে প্রশাসন ।
স্বাস্থ্যদপ্তরের করোনা মোকাবিলায় উত্তরবঙ্গের OSD সুশান্ত রায় বলেন, “প্রতিদিনই করোনা আক্রান্তদের নিয়ে গুজব ছড়ানো হচ্ছে । এমনকী স্বাস্থ্যকর্মীদের হেনস্থার ঘটনাও ঘটছে । স্বাস্থ্যকর্মীরা যদি পরিষেবা না দেন তাহলে সাধারণ মানুষের কী হবে সেটা কেউ বুঝতে পারছেন না । করোনা পজ়িটিভ ব্যক্তির মৃত্যুর ভুয়ো খবর প্রচার করা হচ্ছে । এটা ঠিক নয় । আমরা লিফলেট ছাপিয়ে বিলি করব । চাই না এমন ঘটনা আর ঘটুক । আমি পুলিশকেও বলেছি কড়া হাতে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ।”
এইদিকে ময়নাগুড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিক লাকি দেওয়ান বলেন, “প্রতি মুহূর্তে আমাদের না না কথা শুনতে হচ্ছে । ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের চার জন করোনা পজ়িটিভ হওয়ার পরেই সোশাল মিডিয়ায় করোনা পজ়িটিভ ব্যক্তিদের নাম, ঠিকানা এবং ছবি প্রচার করা হয়েছে । এটা দুঃখজনক ঘটনা । এবার থেকে এমন প্রচার রুখতে কড়া পদক্ষেপ না করলে স্বাস্থ্যকর্মী বা আক্রান্তরা মানসিকভাবে ভেঙে পড়বেন ।” এই ঘটনাগুলি বিভিন্ন সামাজিক সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে ।