← রাজ্য বিভাগে ফিরে যান
পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে? সিদ্ধান্ত কমিশনের হাতেই, জানাল আদালত
কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে বিধাননগরে পুরভোট হবে কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার স্পষ্টভাবে একথা জানাল কলকাতা হাই কোর্ট। প্রশাসনের সঙ্গে বৈঠকের পরই নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। বৈঠকে থাকবেন রাজ্য পুলিশের ডিজি, সিপি এবং স্বরাষ্ট্রসচিব। আগামী ১২ ঘণ্টার মধ্যে নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। যদি কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোট না হয়, সেক্ষেত্রে পুরভোটে অশান্তি নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের। অশান্তি হলে ব্যক্তিগতভাবে দায়ী হবেন রাজ্য নির্বাচন কমিশনার।