রাজ্য বিভাগে ফিরে যান

ভোট এলেই সাধু সেজে কিছু মানুষ টিভিতে ঢুকে যায়, মোদীকে কটাক্ষ মমতার

February 10, 2022 | < 1 min read

৭ বছর ধরে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু সাংবাদিক সম্মেলন তিনি করেননি। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতেও তাঁকে দেখা যায়নি তেমনভাবে। আর উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের ঠিক আগের দিনই সংবাদসংস্থা এএনআই-কে ইন্টারভিউ দিয়েছেন নরেন্দ্র মোদী। ভোটের আগে মোদীর এই ভোলবদলকে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ভোট এলেই সাধু সেজে কিছু মানুষ টিভিতে ঢুকে যায়। আর সারাবছর মানুষের পাশে তাঁদের দেখা যায় না।

বৃহস্পতিবার। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। উপলক্ষ উদ্বাস্তুদের পাট্টা প্রদান অনুষ্ঠান। আর সেই মঞ্চ থেকেই একযোগে বিজেপি এবং কংগ্রেসকে নিশানা করলেন মমতা। গত আড়াই বছরের উপর করোনায় বিধ্বস্ত গোটা দেশ। বিজেপি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। যে উত্তরপ্রদেশে বিধানসভা ভোট শুরু হয়েছে, সেই যোগী রাজ্যে দেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বহু মানুষ মারা গিয়েছেন। কেন্দ্রীয় সরকারের টিকা-নীতি নিয়ে প্রশ্ন উঠেছে। ইন্ডোরের মঞ্চ থেকে সেসব নিয়েই প্রশ্ন ছুঁড়লেন মমতা।

তাঁর অভিযোগ, একাধিবার টিকা পাঠানোর আবেদন করেছেন। কিন্তু মোদী সরকার গুরুত্ব দেয়নি। আমরা নিজেদের উদ্যোগে টিকা কিনে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এরাজ্যের প্রতিটি মানুষ টিকা পাচ্ছেন, আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করছি সাধ্যমত। কেন্দ্রীয় সরকার মানুষের পাশ থেকে সরে গিয়েছে। শুধুমাত্র নিজেদের স্বার্থে ভোটব্যাঙ্ক মজবুত করে তোলার কাজ করে যাচ্ছে।

এদিনের মঞ্চ থেকে বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও নিশানা করেন মমতা। তাঁর কথায়, ভোট এলেই বসন্তের কোকিল, কোয়েল-দোয়েলদের দেখা যায়। সন্দেহ নেই মমতার এই কটাক্ষের ইঙ্গিত রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীর দিকে। এর আগে একই ভাবে উত্তরপ্রদেশ থেকে রাহুল-প্রিয়াঙ্কাকে কোয়েল-দোয়েল বলে কটাক্ষ করেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #PM Narendra Modi

আরো দেখুন