একুশে জুলাইয়ের সভা – সিদ্ধান্ত নেবেন মমতা‌ই

ভার্চুয়াল সভা হতে পারে এমন ইঙ্গিত মিলেছে।

June 9, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

দেড়মাসও আর বাকি নেই। একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূলের এবারের ২১ জুলাইয়ের সভা যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই সভা কি এবার নয়া আঙ্গিকে! আগ্রহ তুঙ্গে তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে। সব বিবেচনা করে শেষ সিদ্ধান্ত নেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। ভার্চুয়াল সভা হতে পারে এমন ইঙ্গিত মিলেছে। সোমবার তৃণমূল সুপ্রিমো বলেছেন, বিজেপি অনেক টাকা খরচ করে ভার্চুয়াল সভা করছে। একুশে জুলাই তৃণমূলের একটাই বড় জমায়েত। ভার্চুয়াল সভার বিষয় দলে আলোচনা করা হবে। 

একুশে জুলাইয়ের সভা

পথসভা, মিছিল, সমাবেশের এখনও ছাড়পত্র মেলেনি। জনসমাগম এড়াতে ডিজিটাল ফরম্যাটে কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই চলছে রাজনৈতিক দলের প্রচার। দলীয় বৈঠক হচ্ছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। সেই ধারায় কি এবার যুক্ত হবে ২১ জুলাইয়ের শহিদ সমাবেশও, রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।‌ এই জল্পনা আবার বাড়তি মাত্রা পেয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাপোর্টারদের ফেসবুক পেজে। ইতিমধ্যেই যেখানে লেখা হয়েছে, ২০১৯ সালের ২১ জুলাই ফিরে দেখা। আপলোড করা হয়েছে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গত বছরের বক্তব্যের ভিডিও। তৃণমূল সমর্থকরা লিখেছেন, এবার কী হবে সেটাই ভাবাচ্ছে! সাধারণত দেখা যায়, ২১ জুলাইয়ের প্রস্তুতি পর্ব শুরু হয়ে যায় মাসখানেক আগে থেকেই। জেলায় জেলায় সভা হয়। কিন্তু করোনা মোকাবিলায় আপাতত তা হচ্ছে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen