দেশ বিভাগে ফিরে যান

দেশের ৬৪৮টি থানায় নেই ল্যান্ডফোন, শীর্ষে যোগী রাজ্য

February 12, 2022 | 2 min read

ডিজিটাল ব্যাঙ্ক থেকে ডিজিটাল কারেন্সি। ফাইভ জি স্পেকট্র্যাম কিংবা ডিজিটাল ইকোসিস্টেম। ডিজিটাল ইন্ডিয়া নির্মাণের স্বপ্নে বিভোর মোদি সরকার এবারও বাজেটে একঝাঁক প্রকল্প নিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে ডিজিটাল যুগ আসার বহু বছর আগে থেকেই যোগাযোগের যে ন্যূনতম ব্যবস্থা বজায় ছিল দেশে, সেই ল্যান্ডলাইন ফোনই নেই দেশের সাড়ে ছশো থানায়। মোট ৬৪৮টি পুলিস স্টেশন চলছে টেলিফোন ছাড়াই। উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের প্রাক্কালে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, তিনি পুনরায় ক্ষমতায় না এলে এই রাজ্য একদিন কেরল ও বাংলার মতো হয়ে যাবে। তাই মানুষ যেন তাঁকেই ভোট দেয়। অথচ সংসদীয় স্থায়ী কমিটি রাজ্যসভায় যে রিপোর্ট জমা দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে, টেলিফোনহীন পুলিস স্টেশনের তালিকায় শীর্ষে জ্বলজ্বল করছে উত্তরপ্রদেশ রাজ্যের নাম।

শুধু উত্তরপ্রদেশই নয়, বস্তুত এই ফোনবিহীন থানার তালিকার সিংহভাগই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষায় ‘ডবল ইঞ্জিন’ রাজ্যে। উত্তরপ্রদেশ, অসম, মেঘালয় কিংবা কেন্দ্রশাসিত জম্মুকাশ্মীর। সবই এনডিএ শাসিত। কেন্দ্রেও ক্ষমতায় মোদি সরকার। সুতরাং মোদির ফর্মুলা অনুযায়ী এই ডবল ইঞ্জিনের জোরে সর্বোচ্চ উন্নয়ন হওয়ারই কথা। কিন্তু সংসদীয় স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট অনুযায়ী এই রাজ্যগুলিতেই সবথেকে বেশি থানা রয়েছে যেখানে সামান্য একটা টেলিফোন নেই। উত্তরপ্রদেশের ৭৫টি পুলিস স্টেশন চলছে টেলিফোন ছাড়া। জম্মু কাশ্মীরের ৭৯ টি পুলিস স্টেশনে নেই টেলিফোন সংযোগ। ডবল ইঞ্জিন অসমে সর্বোচ্চ সংখ্যক পুলিস স্টেশনে একটিও টেলিফোন নেই। ১৪১ টি থানা এই তালিকায়। দেশের ২৫৭টি থানা চলছে কোনও গাড়ি ছাড়া। অর্থাৎ জিপ কিংবা অন্য কোনওরকম মোটরচালিত গাড়ি নেই এই থানাগুলিতে। ১৪৩ টি থানায় নেই ওয়্যারলেস সেটও।

রাজ্য পুলিস রাজ্য সরকারেরই আওতায়। কিন্তু এককভাবে রাজ্যের পক্ষে বিপুল আর্থিক বোঝা বহন করা সম্ভব হয় না পুলিস বাহিনীর পরিকাঠামো নির্মাণে। সেই কারণেই তৈরি হয়েছিল একটি কেন্দ্রীয় প্রকল্প। মডার্নাইজেশন অফ স্টেট পুলিস ফোর্স। এই খাতে প্রতি বছরই ভালো টাকা বরাদ্দ করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গত আর্থিক বছরেও এই খাতে বরাদ্দ করেছিল ৬৬৮ কোটি ৫০ লক্ষ টাকা। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রক স্থির করেছিল রাজ্য পুলিসের আধুনিকীকরণ নিয়ে একটি ন্যাশনাল থিম প্ল্যান তৈরি করা হবে। কেন্দ্র ও রাজ্য মিলে ওই পরিকল্পনা রূপায়ন করবে। বার্ষিক অ্যাকশন প্ল্যানের জন্য ৩০৫ কোটি টাকা চাওয়া হয়েছে রাজ্যগুলির কাছে। এদিকে ২০২২ সালের সদ্য পেশ হওয়া বাজেটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জন্য অর্থমন্ত্রক বরাদ্দ করেছে সামগ্রিকভাবে ১ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা। পুলিস বাহিনীর আধুনিকীকরণ এই বরাদ্দের অন্যতম অংশ। তবু জম্মু ও কাশ্মীর ও উত্তর পূর্ব ভারতের সীমান্তবর্তী স্ট্র্যাটেজিক রাজ্যগুলির পুলিস স্টেশনের এই করুণ হাল কেন? উত্তরপ্রদেশের থানাগুলির পরিকাঠামোর প্রতি চরম উপেক্ষারই বা কারণ কী? এই প্রশ্ন তুলছে সংসদীয় স্থায়ী কমিটি।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Uttar Pradesh, #land phones

আরো দেখুন