২০ কোটি টাকায় শ্যামপুরে শিল্প পার্ক, আজ শিলান্যাস
কলকাতা থেকে প্রায় ৬০ কিমি দূরে শ্যামপুর ২ নম্বর ব্লকের অনন্তপুরে প্রায় পাঁচ একর জায়গা জুড়ে গড়ে উঠতে চলেছে শ্যামপুর সিদ্ধেশ্বরী ইন্ডাস্ট্রিয়াল পার্ক। সূত্রের খবর, এই পার্কের ভিতরেই থাকছে একটি গারমেন্টস পার্ক।
এটি তৈরি হয়ে গেলে এখানে কমপক্ষে ৫০০ মহিলার কর্মসংস্থান হবে। খরচ হবে প্রায় ২০ কোটি টাকা। আজ শনিবার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়ের হাত দিয়েই শিলান্যাস হবে এই পার্কের। শিল্পপতিদের দাবি, বাগনান-শ্যামপুর সড়কে বেলপুকুর থেকে দেড় কিমি ভিতরে অনন্তপুরে এই পার্ক তৈরি হলে এলাকার অর্থনৈতিক কাঠামোরও উন্নতি হবে।
১৯৫০ সালে অনন্তপুরে তৈরি হয়েছিল সিদ্ধেশ্বরী কটন মিল। ২০০০ সাল পর্যন্ত সেটি ভালোভাবেই চলেছে। তারপরই এটি রুগ্ন হয়ে পড়ে এবং বন্ধ হয়ে যায়। কর্মহীন হয়ে পড়েন প্রায় পাঁচ হাজার মানুষ। ২০০৭ সালে মিলটি কিনে নেন শিল্পপতি নবনীত দুজারি। এরই পাশে এবার গড়ে উঠছে গারমেন্টস পার্ক। এ বিষয়ে উলুবেড়িয়া চেম্বার অব কর্মাসের সহ সভাপতি তথা শিল্পপতি নবনীত দুজারি বলেন, হাওড়ার সিনার্জিতে এই পার্ক তৈরির প্রস্তাব দিয়েছিলাম। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসাহে পাঁচ একর জায়গায় পার্কটি গড়ার পরিকল্পনা করা হয়। মূলত স্থানীয় মহিলাদের স্বনির্ভর করে তোলাই আমাদের উদ্দেশ্য। এপ্রিল থেকেই ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাজ শুরু হবে। ২০২৩ সালে হাওড়ার সিনার্জিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে এটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। যে মহিলাদের এখানে নিয়োগ করা হবে, তাঁদের আগে উৎকর্ষ বাংলা প্রকল্পে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
উলুবেড়িয়া চেম্বার অব কর্মাসের সভাপতি তমাল ঘোষাল ও সম্পাদক প্রবীর রায় বলেন, গ্রামীণ এলাকায় এই ধরনের পার্ক গড়ে উঠলে এলাকার অর্থনৈতিক কাঠামোর যেমন উন্নতি হবে, তেমনই এখানকার মহিলারাও স্বনির্ভর হবেন।