জম্মু-কাশ্মীরে আটক ৩৯ জন পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরাচ্ছেন দেব

আগেই দেব আশ্বাস দিয়েছিলেন জম্মুতে আটক পশ্চিমবঙ্গের শ্রমিকদের ঘরে ফেরানোর সবরকম প্রচেষ্টা চলছে।

June 9, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

এখন রাজনীতি নয় মানুষের পাশে দাঁড়ানোর সময়, এই বার্তা আগেই দিয়েছিলেন দেব। এই ভাবনা নিয়েই ফের ত্রাতার ভূমিকায় দেব। দেবের উদ্যোগে আগেই নেপাল থেকে বাংলায় ফিরেছে প্রায় তিনশো জন পরিযায়ী শ্রমিক। এবার জম্মুতে আটকে থাকা ৩৯ জন বাংলার পরিযায়ী শ্রমিকে রাজ্যে ফেরানোর ব্যবস্থা করলেন দেব। আগেই দেব আশ্বাস দিয়েছিলেন জম্মুতে আটক পশ্চিমবঙ্গের  শ্রমিকদের ঘরে ফেরানোর সবরকম প্রচেষ্টা চলছে। কথা রাখলেন দেব। সোমবার দেবের সংসদীয় এলাকা ঘাটালের দাসপুরের ৩৯ জন মানুষকে নিয়ে বাস ইতিমধ্যেই রওনা দিয়েছে বাংলার উদ্দেশ্যে।  

দীর্ঘদিন পর ঘরে ফেরার খুশি এদিন ধরা পড়ল এই পরিযায়ীদের চোখে মুখে। দলে মহিলা সহ বেশ কয়েকজন শিশুও রয়েছে। বুধবার দাসপুরের এই ৩৯ জন বাসিন্দাকে নিয়ে ঘাটল পৌঁছানোর কথা বাসটির। 

পরিযায়ীদের ঘরে ফেরানোর ব্যাপারে দেবের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।  শনিবার রাতে নেপাল থেকে ঘাটাল ফিরেছেন ২৪৭ জন পরিযায়ী।সেই প্রসঙ্গে রবিবার টুইট বার্তায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান দেব। লেখেন, আমরা  নেপাল থেকে প্রায় দুশো জনের বেশি মানুষকে নিরাপদে ঘাটালে পৌঁছে দিতে সফল হয়েছি। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে এবং তাঁর টিমকে,দার্জিলিংয়ের জেলাশাসক এবং গৌতম সান্যালকে’।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen