দেশ বিভাগে ফিরে যান

সিএএ আন্দোলনকারীদের থেকে জরিমানা আদায় – প্রক্রিয়া বন্ধ করতে বলে যোগী সরকারকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

February 12, 2022 | < 1 min read

সিএএ আন্দোলনকারীদের আন্দোলনে নষ্ট হয়েছে সরকারি সম্পত্তি৷ ক্ষতিপূরণ আদায়ে আন্দোলনকারীদের জরিমানা করে উত্তরপ্রদেশের যোগী সরকার৷ জরিমানা আদায়ের সেই প্রক্রিয়া বন্ধ করতে বলল সুপ্রিম কোর্ট৷ কড়া ভাষায় শীর্ষ আদালত জানিয়ে দেয়, ‘আপনাদের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত শেষ সুযোগ দিলাম৷’

পারওয়াজ আরিফ টিটু নামে এক আবেদনকারীর পিটিশনের শুনানিতে এমনটাই জানায় সুপ্রিম কোর্ট৷ পিটিশনে ওই আবেদনকারী জানান, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ চলাকালীন নষ্ট হওয়া সরকারি সম্পত্তির ক্ষতিপূরণ প্রশাসন আন্দোলনকারীদের কাছ থেকে আদায় করতে চাইছে৷ তাই অনেকের বাড়ি বাড়ি নোটিসও পাঠানো হয়েছে৷ কিন্তু দেখা গিয়েছে, ৬ বছর আগে মারা গিয়েছে এমন ব্যক্তির নামে নোটিস পৌঁছেছে৷ ৯০ বছরের ঊর্ধ্ব ব্যক্তিরাও নোটিস পেয়েছেন৷ সেই নোটিস বাতিলের দাবি জানান পিটিশনকারী৷ সরকারি আইনজীবী গরিমা প্রসাদ বলেন, ৮৩৩ জন দাঙ্গাকারীর বিরুদ্ধে ১০৬টি এফআইআর দায়ের করা হয়েছে৷ নোটিস পাঠানো হয়েছে ২৭৪ জনকে৷ ওই ২৭৪টির মধ্যে রিকভারি অর্ডার পাঠানো হয়েছে ২৩৬ জনকে৷ ৩৮টি কেস বন্ধ করে দেওয়া হয়েছে৷

বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি চলে৷ উত্তরপ্রদেশ সরকারের এই আচরণের কড়া নিন্দা করেন দুই বিচারপতি৷ দ্ব্যর্থহীন ভাষায় বলেন, ‘সরকারই তো এখানে অভিযোগকারী, প্রসিকিউটর এবং বিচারকের মতো আচরণ করছে৷ জরিমানা আদায়ের এই প্রক্রিয়া বন্ধ হোক৷ নইলে আদালতের নির্দেশ না মানার দায়ে আমরাই এই প্রক্রিয়া বন্ধ করে দেব৷ ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত শেষ সুযোগ দিলাম৷’ সরকারের আইনজীবী জানান, আদালত যা বলবে তারা সেটা মেনে চলবে৷

TwitterFacebookWhatsAppEmailShare

#CAA, #Uttar Pradesh, #yogi adityanath, #bjp, #supreme court, #fine

আরো দেখুন