এক ধাক্কায় অনেকটা কমল দৈনিক করোনা সংক্রমণ, ৫০০-র সামান্য বেশি আক্রান্তের সংখ্যা
একদিনে রাজ্যে করোনার বলি হয়েছেন ২৭ জন। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ।
Authored By:

ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫১২ জন। যা আগের দিনের তুলনায় বেশ খানিকটা কম। পজিটিভিটি রেট ১.৪২ শতাংশ। অত্যন্ত সামান্য হলেও বেড়েছে মৃত্যু। একদিনে রাজ্যে করোনার বলি হয়েছেন ২৭ জন। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ।
এদিকে স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ৮৩ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় বেশ খানিকটা কমেছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে কলকাতার (Kolkata)। একদিনে আক্রান্ত সেখানকার ৬২ জন। আগেরদিন ওই জেলায় সংক্রমিতের সংখ্যা ছিল ৮৯।
দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে জলপাইগুড়ি। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৩৯ জন। চতুর্থ স্থানে বীরভূম। সেখানে একদিনে সংক্রমিত ৩৫ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০,১০, ৯০১।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ২৭ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে কলকাতা। একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ১২ জন। যা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১, ০১৭ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১, ৩২৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯, ৭৫, ৯১৫। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০। এদিকে পরিস্থিতি মোকাবিলায় সবরকম চেষ্টা চালাচ্ছে রাজ্য। বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে কনটেনমেন্ট জোন।