খেলা বিভাগে ফিরে যান

কামিন্স বা শ্রেয়স নয়, তবে কেকেআরের অধিনায়কের দৌড়ে এগিয়ে কে?

February 13, 2022 | 2 min read

শ্রেয়স বা কামিন্স নন, রাহানেই কি নাইট অধিনায়ক? বড়সড় ইঙ্গিত KKR-র।

অজিঙ্কা রাহানে কি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) নেতৃত্ব দিতে চলেছেন? তেমনই একটি সম্ভাবনা উসকে দিলেন কেকেআরের অন্যতম মালিক জয় মেহতা ও জুহি চাওলার মেয়ে জাহ্নবী। যিনি আইপিএলের মেগা নিলামে অংশগ্রহণ করেছেন। (AFP)

অজিঙ্কা রাহানে কি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) নেতৃত্ব দিতে চলেছেন? তেমনই একটি সম্ভাবনা উসকে দিলেন কেকেআরের অন্যতম মালিক জয় মেহতা ও জুহি চাওলার মেয়ে জাহ্নবী। যিনি আইপিএলের মেগা নিলামে অংশগ্রহণ করেছেন। (AFP)

রাহানের বিষয়ে আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিনের বিরতির মধ্যে সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসে জাহ্নবী বলেন,'রাহানের নেতৃত্ব প্রদানের দারুণ ক্ষমতা আছে। রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছে। শুভমন গিল যাওয়ার পর টিম ম্যানেজমেন্ট সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে। সেটা অবশ্যই একটা বিকল্প। আমাদের হাতে অনেক বিকল্প আছে।' (AFP)

রাহানের বিষয়ে আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিনের বিরতির মধ্যে সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসে জাহ্নবী বলেন,’রাহানের নেতৃত্ব প্রদানের দারুণ ক্ষমতা আছে। রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছে। শুভমন গিল যাওয়ার পর টিম ম্যানেজমেন্ট সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে। সেটা অবশ্যই একটা বিকল্প। আমাদের হাতে অনেক বিকল্প আছে।’ 

রবিবার নিলামে রাহানকে এক কোটি টাকায় নিয়েছে কেকেআর। যিনি ভালো ফর্মে না থাকলেও কেকেআরের পক্ষে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পারেন। (AFP)

রবিবার নিলামে রাহানকে এক কোটি টাকায় নিয়েছে কেকেআর। যিনি ভালো ফর্মে না থাকলেও কেকেআরের পক্ষে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পারেন।

প্রাথমিকভাবে নিলামের আগে কেকেআরের কাছে কোনও অধিনায়ক ছিলেন। নিলামের পর তিনজন সম্ভাব্য অধিনায়ক আছেন - রাহানে, প্যাট কামিন্স এবং শ্রেয়স আইয়ার। (ফাইল ছবি, সৌজন্যে আইপিএল)

প্রাথমিকভাবে নিলামের আগে কেকেআরের কাছে কোনও অধিনায়ক ছিলেন। নিলামের পর তিনজন সম্ভাব্য অধিনায়ক আছেন – রাহানে, প্যাট কামিন্স এবং শ্রেয়স আইয়ার। (ফাইল ছবি, সৌজন্যে আইপিএল)

TwitterFacebookWhatsAppEmailShare

#KKR, #IPL Mega Auction 2022

আরো দেখুন