আইপিএল নিলামে জয় জয়কার বিশ্বজয়ী অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের

টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করার সুবাদেই নিলামের দ্বিতীয় দিন বিভিন্ন দল ঝাঁপাল জুনিয়র তারকাদের জন্য।

February 14, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

মেগা নিলামের প্রথম দফায় কোনও দল তাঁর দিকে মুখ তুলে তাকায়নি। তবে দ্বিতীয় দিনে যেন শাপমুক্তি ঘটল। আসন্ন আইপিএলে নতুন দলের জার্সি গায়ে চাপাতে চলেছেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। ১ কোটি ৯০ লক্ষে গুজরাট টাইটান্সে নাম লেখালেন বাংলার উইকেটকিপার। শেষবেলায় দল পেলেন ভারতীয় পেসার উমেশ যাদবও। তবে খানিকটা অপ্রত্যাশিত ভাবেই আইপিএলের ১৫তম মরশুমে দেখা যাবে না ‘মিস্টার আইপিএল’ হিসেবে পরিচিত সুরেশ রায়নাকেই। অভিজ্ঞ রায়না সাইডলাইন হয়ে যাওয়ার মরশুমে অবশ্য বাজিমাত করলেন তরুণরা। নিলামে কোটিপতি হয়ে গেলেন বিশ্বজয়ী অনূর্ধ্ব-১৯ দলের একাধিক ক্রিকেটার।

তাঁদের হাত ধরেই পঞ্চমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (U19 World Cup) এসেছে ভারতের ঘরে। টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করার সুবাদেই নিলামের দ্বিতীয় দিন বিভিন্ন দল ঝাঁপাল জুনিয়র তারকাদের জন্য। প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস যেমন কিনে নিল ব্যাটে-বলে সমান পারদর্শী রাজ বাওয়াকে। ২ কোটি টাকার বিনিময়ে এবার খেলবেন তিনি। কোটিপতি হয়ে গেলেন আরেক তারকা রাজবর্ধন হাঙ্গারগেকর। চেন্নাই সুপার কিংসে ধোনির তত্ত্বাবধানে খেলার সৌভাগ্য হতে চলেছে তাঁর। রাতারাতি দেড় কোটির টাকার মালিক হয়ে গেলেন তিনি।

বিশ্বজয়ী জুনিয়র ভারতীয় দলের অধিনায়ক যশ ধূল (Yash Dhull) অবশ্য তুলনামূলক কম দাম পেলেন। ৫০ লক্ষ টাকায় এই ব্যাটারকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। এই তিন ক্রিকেটার প্রথম একাদশে সুযোগ পেলে, টি-টোয়েন্টি ফরম্যাটে কেমন পারফর্ম করবেন, সে দিকে ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি নজর থাকবে নির্বাচকদেরও। তবে জুনিয়র দলের অন্য দুই ক্রিকেটার হার্নুন সিং ও ভিকি ওতস্তওয়ালকে নিতে আগ্রহ দেখায়নি কোনও দল।

এদিকে, একাধিক দফার অবিক্রিত থাকার পর দল পেলেন জিমি নিশাম, মহম্মদ নবির মতো তারকারা। আফগান ব্যাটার নবিকে ১ কোটি এবং ভারতীয় পেসার উমেশ যাদবকে ২ কোটি দিয়ে শেষ বেলায় তুলে নেয় কেকেআর (KKR)। দেড় কোটিতে রাজস্থান দল কিনল নিশামকে। এদিকে বাবার দলেই শচীনপুত্র অর্জুন তেণ্ডুলকর। ৩০ লক্ষ টাকার বিনিময়ে খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সে। তবে আসন্ন আইপিএলে দেখা যাবে না শাকিব আল হাসান, স্টিভ স্মিথ, রায়নার মতো এককালে আইপিএল কাঁপানো তারকারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen