রাজ্য বিভাগে ফিরে যান

১৬ ফেব্রুয়ারি থেকে খুলছে রাজ্যের প্রাথমিক-উচ্চ প্রাথমিক স্কুল

February 14, 2022 | 2 min read

১৬ ফেব্রুয়ারি বুধবার থেকে রাজ্যের প্রাথমিক (Primary) ও উচ্চ প্রাথমিক (Upper Primary) স্কুল খুলছে৷ অর্থাৎ, প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত সব ক্লাস খুলে দেওয়া হচ্ছে৷ একই সঙ্গে খুলে দেওয়া হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রও৷ তবে, স্কুল খোলার ক্ষেত্রে কী কী নিয়ম মেনে চলতে হবে, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি৷ খুব শীঘ্রই এ বিষয়ে এসওপি জেলা প্রশাসনকে পাঠানো হবে৷

প্রায় দু’বছর স্কুল বন্ধ থাকার পর ১৬ ফেব্রুয়ারি থেকে সমস্ত প্রকার ক্লাস শুরু হচ্ছে রাজ্যের স্কুলগুলিতে৷ সোমবার নবান্ন (Nabanna) থেকে নির্দিশিকা জারি করা হয়েছে৷প্রাথমিক (Primary) ও উচ্চ প্রাথমিক (Upper Primary) স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এ দিনের নির্দেশিকা রাজ্যের সমস্ত জেলা প্রশাসনকে পাঠানো হয়েছে৷ এর আগে উচ্চ প্রাথমিক পর্যন্ত স্কুল খুলেছিল৷ এবার নার্সারি থেকে সমস্ত স্কুল খুলছে৷ তবে, আগের মতই ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করোনা বিধিনিষেধ থাকছে রাজ্যে৷ রাত ১২ টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশকার্ফু জারি থাকছে৷

গত ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়ে গিয়েছে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পুরোদমে স্কুল শুরু হয়েছে। কলেজ-বিশ্ববিদ্যালয়ও খুলে গিয়েছে। শুধু পঞ্চম থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের জন্য ব্যবস্থা করা হয়েছে ‘পাড়ায় শিক্ষালয়’-এর। এখন বাকি শুধু চতুর্থ শ্রেণি পর্যন্ত একেবারে বাচ্চাদের নিয়মিত পঠনপাঠন। কয়েকদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বাস্তুদের নিঃশর্ত দলিল বিতরণের অনুষ্ঠানে কচিকাঁচাদের স্কুল খোলার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ তারপরই সোমবার স্কুল খোলার বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে৷

তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কোভিড বিধিনিষেধ মানায় কোনও ছাড় নেই। স্কুলে প্রবেশের সময় ছাত্রছাত্রীদের থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। হাতে দেওয়া হবে স্যানিটাইজার। শ্রেণিকক্ষগুলিকে পরিষ্কার করা হবে। ক্লাসে মাস্ক পরে থাকা বাধ্যতামূলক। বিদ্যালয় তরফে সাবান ও পর্যাপ্ত জলের ব্যবস্থা রাখা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #schools, #Primary school, #High school

আরো দেখুন