বিনোদন বিভাগে ফিরে যান

প্রয়াত সঙ্গীত পরিচালক-গায়ক বাপ্পী লাহিড়ী

February 16, 2022 | 2 min read

চলে গেলেন কিংবদন্তী গায়ক-সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ী। মুম্বইয়ের হাসপাতালে আজ সকালে তার জীবনাবসান হয়।

বাপ্পিদা মানেই কি শুধুই ডিস্কো কিং আর ঝলমলে গয়না। না, তাঁর জীবন রঙিন, রয়েছে সংগ্রামও। তিন বছর বয়সেই তবলা শেখা। ইচ্ছে ছিল মুম্বইয়ে পাড়ি দেওয়ার। 

আসল নাম অলোকেশ লাহিড়ি। জন্ম জলপাইগুড়ি জেলা ১৯৫২ সালে। ডাক নাম ছিল বাপি। রেখেছিলেন এক আত্মীয়া। কে জানত, একদিন এই নামেই বিশ্ব কাঁপাবেন তিনি। বাড়িতে সঙ্গীতের চর্চা ছিল সেই ছোটবেলা থেকেই। বাবা অপরেশ লাহিড়ি আর মা বাঁশুড়ি লাহিড়ী দুজনেই বাংলা সঙ্গীত জগতে ছিলেন পরিচিত নাম। গানের হাতেখড়ি পরিবারেই।

মাত্র ১৯ বছর বয়সে মুম্বই পাড়ি দেন গায়ক। ইচ্ছে সুপ্রতিষ্ঠিত হওয়া, চোখে সোনালি স্বপ্ন। ১৯৭৩ সালে হিন্দী ভাষায় নির্মিত নানহা শিকারী ছবিতে তিনি প্রথম গান রচনা করেন তিনি। এরপর তাহির হুসেনের জখমী (১৯৭৫) চলচ্চিত্রে কাজ করেন।

মাত্র ১১ বছর বয়সে নাকি প্রথম গানের সুর দিয়েছিলেন তিনি। অসম্ভব দ্রুতগতিতে সব কিছু ধরে নেওয়ার ক্ষমতা তাঁর। বাংলা ছবি দাদুতে ১৯৭২ সালে সুর দেন। কিন্তু মন টেঁকেনি শহরে। মায়ানগরীর হাতছানি দিচ্ছিল তাঁকে। ছেলের কারণে, বাবা-মাও শিফট হয়ে গিয়েছিলেন বম্বেতে।

বাপ্পিকে মুম্বইয়ে প্রথম ব্রেক কিন্তু দিয়েছিলেন এক বাঙালি পরিচালকই। তিনি শমু মুখোপাধ্যায়। অনুষ্ঠানের শুরুতে নানহা শিকারির কথা বলছিলাম, এই নানহা শিকারির পরিচালক ছিলেন তিনিই। শমু আবার সম্পর্কে কাজলের বাবা, তনুজার স্বামী।

১৯৮৬ সালে গিনিশ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলে নিয়েছিলেন। ৩৩টি ছবির জন্য ১৮০টি গান রেকর্ড করে। তিনিই একমাত্র ভারতীয় মিউজিক ডিরেক্টর যিনি জোনাথন রসের লাইভ পারফরম্যান্সে আমন্ত্রিত হয়েছিলেন ১৯৮৯ সালে। তাঁর আইকনিক গান জিমি জিমি আজা আজা… হলিউড ছবি ‘ You Don’t Mess With The Zohan’s’-এ ব্যবহার করা হয়েছিল।

কালো চশমা আর গলায় বেশ কয়েক ভরি সোনার হার, কেন সবসময় সোনার হার পরে থাকতেন বাপ্পি লাহিড়ি? এ প্রশ্ন বহুজনের। উত্তর দিয়েছিলেন তিনি নিজেই। বলেছিলেন, প্রথম সোনার চেন উপহার দিয়েছিলেন মা, এর পর স্ত্রী তাঁকে গণেশের লকেট দেওয়া এক চেন উপহার দেন। তিনি মনে করেন, সোনা তাঁর জন্য বেশ লাকি। আর সে কারণেই সোনা পরে থাকার সিদ্ধান্ত ছিল তাঁর।

বাপ্পী লাহিড়ীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

TwitterFacebookWhatsAppEmailShare

#Death, #Bappi lahiri

আরো দেখুন