লতার কোলে ছোট্ট বাপ্পি, সুরকারের প্রয়াণে ভাইরাল সেই ছবি

নেটমাধ্যমে বরাবরই বেশ সক্রিয় ছিলেন বাপ্পি লাহিড়ি।

February 16, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ির আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত জগতে। ‘৮০ এবং ‘৯০-এর দশকে ভারতে ডিস্কো ঘরানার গান তাঁর হাত ধরেই জনপ্রিয় হয়ে ওঠে। ‘চলতে চলতে’, ‘ডিস্কো ডান্সার’, ‘কসম পয়দা করনেওয়ালে কি’ সহ একের পর এক জনপ্রিয় ছবিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন বাপ্পি লাহিড়ি। ২০২০ সালে ‘বাগি ৩’ ছবিতে শেষ বার গান গেয়েছিলেন তিনি।

নেটমাধ্যমে বরাবরই বেশ সক্রিয় ছিলেন বাপ্পি লাহিড়ি। গত ৬ ফেব্রুয়ারি লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ হয়ে তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেন লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁর ছোটবেলার ছবি। যেখানে লতার কোলে বসে আছেন ছোট্ট বাপ্পি। আজ দু’জনের কেউই আর নেই। নেটমাধ্যমে ভাইরাল হল সেই ছবি। ভক্তরা ছবিটির নীচে লতা মঙ্গেশকর এবং বাপ্পি লাহিড়ি দু’জনেরই আত্মার শান্তি কামনা করছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen