বিশ্বে প্রথম! স্টেম সেল থেরাপির মাধ্যমে এইচআইভি থেকে মুক্ত মহিলা
আমেরিকার এইচআইভি (HIV) আক্রান্ত এক মহিলার (Woman) স্টেম সেল প্রতিস্থাপন করে (Stem Cell Transplant) রোগ সেরেছে। এক্ষেত্রে এইচআইভি আক্রান্ত এই রোগীটি আবার লিউকেমিয়াতেও (Leukemia) আক্রান্ত ছিলেন। এইচআইভি ভাইরাসে রেজস্টেন্স রয়েছে এমন দাতার স্টেম সেল প্রতিস্থাপিত হয়েছে রোগীণির দেহে। তারপরই এমন সাফল্য এসেছে বলে জানা যাচ্ছে।
মধ্যবয়সি এই মহিলার কথা ডেনভারের রেট্রোভাইরাস এবং ওপরচুনিস্ট ইনফেকশন কনফারেন্সে সামনে আনা হয়। এক্ষেত্রে ব্যবহার হয়েছে আমবায়ালিকাল কর্ড ব্লাড (Umbilical Cord Blood)। এই পদ্ধতি একদমই নতুন। সেক্ষেত্রে প্রচুর মানুষ যাতে এই পদ্ধতির সুবিধা নিতে পারেন, সেই কারণেই সামনে এসেছে এই নতুন পদ্ধতি।
এক্ষেত্রে মায়োলয়েড লিউকেমিয়ার আক্রান্ত এই রোগীকে কর্ড ব্লাড চিকিৎসা শুরু হয়। এরপর দেখা যায়, মহিলার লিউকেমিয়ার সমস্যা তো কমেছেই পাশাপাশি এইচআইভি কমেছে। এক্ষেত্রে এইচআইভি অ্যান্টিরেট্রোভিয়াল থেরাপি ছাড়াই মহিলা কাটিয়ে দিচ্ছেন। এমনকী দীর্ঘ ১৪ মাস তাঁর এই চিকিৎসার কোনও প্রয়োজন হয়নি।
তবে মহিলা হিসেবে প্রথমে হলেও এই সাফল্য কিন্তু প্রথম হল না। এর আগেও দুইজন পুরুষ মানুষ অ্যাডাল্ট স্টেম সেল থেরাপির মাধ্যমে সেরে উঠেছেন। তাই আগেও এই বিষয়ে সাফল্য এসেছে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক এইডস সোসাইটির সভাপতি শ্যারন লিউইন বলেন, এই নিয়ে তৃতীয়বার এই চিকিৎসার মধ্যমে এইচআইভি থেকে সেরে ওঠা সম্ভব হল। মহিলাদের ক্ষেত্রে এটাই প্রথমবার।
এই সাফল্য এসেছে আমেরিকার এক বিরাট গবেষণার ফসল হিসাবে। এই গবেষণাটি চালিয়েছেন ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসের ডা: উবোনে ব্র্যাসন এবং জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের ডা: দেবরা পারসদ। এই দুই বিজ্ঞানীর নেতৃত্বে ২৫ জন এইচআইভি আক্রান্তের আমবায়ালিকাল কর্ড ব্লাডের মাধ্যমে স্টেম সেল থেরাপি করা হয়। এক্ষেত্রে ক্যানসার (Cancer) সহ এইচআইভি-এর চিকিৎসাতেও এর বিশেষ ফল মেলে।
এক্ষেত্রে রোগীদের প্রথমত কেমোথেরাপির মধ্যে দিয়ে যেতে হয়। এই থেরাপির মাধ্যমে শরীরের ক্যানসার কোষ মরে যায়। এরপর চিকিৎসকরা রোগীর স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট করেন। এক্ষেত্রে ভাইরাসের জেনেটিক মিউটেশনও মাথায় রাখা হয়।
বিজ্ঞানীরা বিশ্বাস করেন, এই মানুষগুলির শরীরে তৈরি হয় এক ধরনের ইমিউনিটি। এই ইমিউনিটি এইচআইভি থেকে রক্ষা করে।
লিউইন বলেন, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট সবার পক্ষে সম্ভব হয় না। তবে এর মাধ্যমে যে এইচআইভি সারানো যেতে পারে এটা পরিষ্কার। তাই আগামীদিনে আরও রাস্তা খুঁজে নিয়ে এই চিকিৎসার দিকে এগিয়ে যেতে হবে।
এই গবেষণা থেকে আরও বলা হয়, এক্ষেত্রে সাফল্য তখনই আসবে যখন রোগীর দেহে এইচআইভি রেজিস্টেন্স কোনও স্টেম সেল শরীরে প্রতিস্থাপিত হবে। তাই প্রথমত এমন স্টেম সেলের খোঁজ করতে হবে। তবেই মিলবে সাফল্য।