রাজ্য বিভাগে ফিরে যান

কবে পেশ হবে রাজ্য বাজেট? নতুন কী থাকতে পারে রাজ্যবাসীর জন্য, জেনে নিন

February 17, 2022 | < 1 min read

বাংলার বাজেট, ফাইল ছবি

কেন্দ্রীয় বাজেট বেশ কিছুদিন আগেই পেশ করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে বাজেট পেশ করা হয়নি। এই নিয়ে নানা মহলে তৈরি হয়েছে কৌতুহল। আর এই পরিস্থিতিতে পৌরসভা নির্বাচন শুরু হওয়ার কারণে কবে রাজ্য বাজেট পেশ হবে, তা নিয়ে নানা মহলে জল্পনা তৈরি হয়েছে‌। তবে পৌরসভা নির্বাচন শেষ হওয়ার পরেই বাজেট অধিবেশন শুরু হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন মহলে।

নানা মহলে মনে করা হচ্ছে,আগামী মার্চ মাসে রাজ্য বাজেট অধিবেশন শুরু হতে পারে। কেননা নির্বাচন প্রক্রিয়া চলার কারণে এখন বাজেট অধিবেশন করা সম্ভব নয়। তাই হয়ত নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই সেই বাজেট অধিবেশন করার চিন্তা ভাবনা করবে রাজ্য, এই রকমই ভাবা হচ্ছে। যদিও বা এই ব্যাপারে এখনও কোনো নির্দিষ্ট দিনক্ষণ সামনে আসেনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

এবারের রাজ্য বাজেটে বড় কোনো ঘোষণার পাশাপাশি জোর দেওয়া হবে স্টুডেন্টস ক্রেডিটকার্ড, দুয়ারে রেশন বা লক্ষীর ভান্ডারের মতো প্রকল্প গুলিতেই বলে মনে করছে বিশেষজ্ঞরা। তবে বাজেটের দিনই জানা যাবে ঠিক কী স্থির করল রাজ্য সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #bengal budget 2022

আরো দেখুন