বিনোদন বিভাগে ফিরে যান

কোন কারণে বাদাম বিক্রি আর করবেন না ভুবন বাদ্যকর? জেনে নিন

February 17, 2022 | < 1 min read

রাজ্য তথা দেশ তো বটেই, এমনকী বিদেশেও ছড়িয়ে পড়েছে ‘কাঁচা বাদাম’।

দিনে দিনে নিত্যনতুন ভিডিও দেখা যাচ্ছে এই গানের। ভুবন মাতিয়ে তুলেছেন ভুবন বাদ্যকর। আর এবার আর বাদাম বিক্রি করবেন না বলে জানালেন এই ‘কাঁচা বাদামের’ স্রষ্টা। ভুবন জানিয়েছেন, ‘এখন আর বাদাম বিক্রি করব না। আমি এখন সেলিব্রিটি হয়ে গিয়েছি। এখন বাদাম বিক্রি করলে সবাই ঘিরে ধরবে, বাদামই বিক্রি হবে না। আর আপনাদের কাছে যখন পৌঁছে গিয়েছি, তখন আর আশা করি, বাদাম বিক্রি করতে হবে না।’

এই গান চারিদিকে ছড়িয়ে পড়তেই কপিরাইট দাবি করেছিলেন শিল্পী ভুবন বাদ্যকর। আর এবার সেই দাবিতে সাড়া দিয়ে এগিয়ে এল গোধূলিবেলা মিউজিক কোম্পানি। এই গোধূলিবেলা মিউজিক কোম্পানিই প্রথম ভুবনের গানটিকে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করে। এবার তারাই ভুবনের সঙ্গে কপিরাইট চুক্তি সাক্ষর করল। তিন লক্ষ টাকার বিনিময়ে সেই চুক্তি হল। বৃহস্পতিবার সেই জন্যই বীরভূমের ইলামবাজারে গিয়েছিলেন ভুবনবাবু্‌‌। আজ তার মধ্যে দেড় লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় তাঁকে। বাকি টাকা পরে দেওয়া হবে। এদিকে বাংলাদেশেও ভীষণ জনপ্রিয় ভুবন। কিন্তু তিনি জানিয়েছেন, ‘স্ত্রী বাংলাদেশে যেতে না করেছেন। তাই যাব না।’

এদিকে গোধূলিবেলা মিউজিক কোম্পানির আধিকারিক গোপাল ঘোষ বলেন, ‘ভুবনের গান প্রকাশ করলেও, কপিরাইটের বিষয়টি সম্পর্কে তেমন ওয়াকিবহাল ছিলাম না। তাই গানটির যথেচ্ছ ব্যবহার হয়েছে। তবে এখন বিষয়টি বুঝেছি। গান চুরি রুখতে আগামী দিনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Viral song, #Bhuvan Badyakar, #Kacha Badam

আরো দেখুন